প্রতিবেদন: চলতি বছরে উত্তর ও পশ্চিম ভারতে বর্ষার দাপট অব্যাহত। চলতি সপ্তাহের শুরু থেকেই মহারাষ্ট্র ও মুম্বইয়ে প্রবল বৃষ্টি চলছে। মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতের (Rainfall) কারণে মহারাষ্ট্র ও গুজরাতে বন্যা-পরিস্থিতি (Maharashtra- Gujarat) তৈরি হয়েছে। বিপর্যস্ত হয়েছে জনজীবন। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর থেকে মাত্র কয়েক ঘণ্টায় গুজরাতের কয়েকটি জেলায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মহারাষ্ট্রের রায়গড়, পালঘরেও চলছে প্রবল বৃষ্টি। যে কারণে এই দুই এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। মুম্বই, পুণে ও থানেতে জারি হয়েছে কমলা সতর্কতা।
আরও পড়ুন-অন্ধপ্রদেশে দলিত যুবকের গায়ে প্রস্রাব
প্রবল বৃষ্টির কারণে মুম্বইয়ের (Mumbai) একাধিক রাস্তা জলমগ্ন। ব্যাহত রেল ও সড়ক পরিবহণ। একই অবস্থা গুজরাতের। মোদির রাজ্যে গির সোমনাথ ও সুরাত জেলায় ব্যাপক বৃষ্টিপাতের কারণে বন্যা-পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন সৌরাষ্ট্র ও দক্ষিণ গুজরাতে (Maharashtra- Gujarat) ভারী থেকে অতি-ভারী বৃষ্টিপাত হবে। প্রবল বৃষ্টিতে গুজরাতেও বহু বাড়িতে জল ঢুকে গিয়েছে। দোকান-বাজার, কলকারখানা সবই প্রায় বন্ধ। বৃষ্টি চলছে উত্তর ভারতে : দিল্লির বন্যা-পরিস্থিতির সামান্য উন্নতি হলেও এখনও রাজধানী ও সংলগ্ন এলাকায় বৃষ্টি চলছে। বৃষ্টির বিরাম নেই হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডে। এই দুই পাহাড়ি রাজ্যে একাধিক রাস্তা ভেসে যাওয়ায় বিচ্ছিন্ন হয়েছে বহু গ্রাম। জোর গতিতে চলছে উদ্ধার কাজ। এই দুই রাজ্যের বেশ কিছু জেলায় এখনও পর্যন্ত লাল ও কমলা সতর্কতা জারি রাখা হয়েছে। অসমেও বন্যা পরিস্থিতিরও তেমন কোনও উন্নতি হয়নি। মৌসম ভবনের পূর্বাভাস : বুধবার মৌসম ভবন জানিয়েছে, চলতি মাসের ২২ তারিখ পর্যন্ত হিমাচল ও উত্তরাখণ্ডে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। ২২ জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীর, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, মহারাষ্ট্রের বিধর্ভ, তেলেঙ্গানা এবং পূর্ব রাজস্থানেও প্রবল বৃষ্টিপাত হতে পারে। আগামী পাঁচ দিন মহারাষ্ট্র ও গুজরাতে চলবে প্রবল বৃষ্টিপাত।