ব্রিজভূষণের হয়ে সওয়াল নির্ভয়াকাণ্ডের আইনজীবীর

Must read

প্রতিবেদন: এ যেন উলোট পুরাণ। নির্ভয়াকাণ্ডে সরকারি আইনজীবী হিসেবে ধর্ষকদের ফাঁসির দাবিতে আদালতে জোরদার সওয়াল করেছিলেন রাজীব মোহন (Advocate Rajiv Mohan)। একাধিক ঘটনায় তাঁকে প্রতিবাদী ভূমিকাতেও দেখা গিয়েছে। আইনজীবী মহলেও তিনি যথেষ্ট কুশলী হিসেবেই পরিচিত। সেই রাজীবকেই মঙ্গলবার দেখা গেল যৌন হেনস্থার মতো স্পর্শকাতর অভিযোগে অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজভূষণের (Brij Bhushan Singh) হয়ে আদালতে সওয়াল করছেন। এই ঘটনা প্রসঙ্গে নির্ভয়ার মা আশা দেবী বলেছেন, কুস্তিগিরদের অভিযোগের প্রেক্ষিতে উপযুক্ত তদন্ত হওয়া দরকার। অভিযোগকারিণীরা বিচার না পেলে বিচারব্যবস্থায় নেতিবাচক ছাপ পড়বে। ব্রিজভূষণ হলেন ভারতীয় কুস্তিগির সংস্থার প্রধান। তাঁর বিরুদ্ধে ১০ জন কুস্তিগির শ্লীলতাহানির অভিযোগ এনেছে। সেই মামলাতেই তিনি অভিযুক্তের হয়ে আদালতে সওয়াল করেন। রাজীবের (Advocate Rajiv Mohan) এই ভূমিকা সকলকেই অবাক করেছে। ব্রিজভূষণের মতো একজন অভিযুক্তের বিরুদ্ধে রাজীব সওয়াল করায় অনেকেই বিস্ময় প্রকাশ করেন। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ব্রিজভূষণকে দুদিনের অন্তর্বর্তী জামিন দিয়েছে। তবে এই মামলায় জামিনের আর্জির শুনানি হবে বৃহস্পতিবার।

আরও পড়ুন- ভিসা ছাড়া ৫৭টি দেশে প্রবেশ করতে পারবে ভারতীয়রা

Latest article