বঙ্গ

আজ নবান্নে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী-মুখ্যমন্ত্রী

প্রতিবেদন : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পৌরোহিত্যে বাংলা সহ দেশের পূর্বাঞ্চলের চার রাজ্যকে নিয়ে গঠিত পূর্বাঞ্চলীয় পর্ষদের বৈঠক বসছে শনিবার। নবান্ন সভাঘরে হাই প্রোফাইল ওই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বা তাঁর মনোনীত প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এছাড়াও থাকবেন প্রতিবেশী ওই সব রাজ্যের একাধিক মন্ত্রী ও শীর্ষ অধিকারিকরা। অতিমারি পর্বের পর এই প্রথম এত বড় মাপের বৈঠক বসতে চলেছে নবান্নে। ফলে দীর্ঘদিন ধরেই জোরকদমে প্রস্তুতি চালিয়েছে রাজ্য প্রশাসন। বৈঠক উপলক্ষে আরও কঠোর করা হয়েছে সচিবালয় ও সংলগ্ন এলাকার নিরাপত্তা।

আরও পড়ুন-আসানসোল কাণ্ড: গ্রেফতার বিজেপি নেতা জিতেন ঘনিষ্ঠ ৫

প্রশাসনিক সূত্রে খবর, সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত এই বৈঠক হওয়ার কথা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পর্ষদের ভাইস চেয়ারম্যান। তিনি থাকছেন বৈঠকে। থাকছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বিহার থেকে থাকছেন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং ওড়িশা থেকে আসছেন সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও চার রাজ্যেরই মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব থাকছেন। এ রাজ্য থেকে মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা ছাড়াও থাকছেন সেচসচিব প্রভাত মিশ্র। এই বৈঠককে কেন্দ্র করে শুক্রবার থেকেই নবান্ন সভাঘর ও নবান্ন ঘিরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এদিন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব দু’জনে নবান্ন সভাঘরে গিয়ে নিরাপত্তা ও বৈঠকের জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা খতিয়ে দেখেছেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার ও ওড়িশা নিয়ে গঠিত ইস্টার্ন জোনাল কাউন্সিল। আন্তঃরাজ্য সীমান্তে পরিবহণ, নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে যে কোনও সমস্যার সমাধান করা হয় এই কাউন্সিলের বৈঠকে। বৈঠকে জিএসটির বকেয়া অর্থ নিয়েও আলোচনা হতে পারে। এছাড়া ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার, মহিলাদের ওপর নির্যাতনের মামলার দ্রুত নিষ্পত্তি, আবাস যোজনা প্রকল্পের অগ্রগতি, গ্রামাঞ্চলে বিদ্যুৎ সংযোগ এবং টেলিকম পরিষেবার ঘাটতি, বিহার ও ঝাড়খণ্ডের সরকারি কর্মীদের বেতন বৈষম্য সহ একাধিক বিষয় আলোচ্যসূচিতে রয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গেছে।

আরও পড়ুন-আজ বিজয় দিবস: সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী- অভিষেক বন্দ্যোপাধ্যায়

প্রশাসনিক সূত্রের মতে, এদিন অমিত শাহ-মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বৈঠকের সম্ভাবনা ক্ষীণ। তবে রাজনৈতিক মহলের একাংশের দাবি, দুই নেতার একান্ত সাক্ষাত্ওধ হতে পারে। নবান্ন সভাঘরের পাশে সচিবালয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে পারেন মুখ্যমন্ত্রী। সেই প্রস্তুতিও রাখা হচ্ছে বলে সূত্রের খবর। বৈঠক শেষে নবান্ন সভাঘরেই মধ্যাহ্নভোজ সারার কথা অমিত শাহের। শনিবার বিকেলেই দিল্লি ফিরে যাবেন তিনি।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

1 hour ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago