নবজোয়ার কর্মসূচিকে কেন্দ্র করে হুগলি জেলায় সাজসাজ রব। সোমবার ৫ জুন থেকে শুরু হচ্ছে কর্মসূচি, চলবে ৭ তারিখ পর্যন্ত । সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি চালাচ্ছেন প্রতিটি জেলায়। আর প্রতিটি জেলাতেই এই কর্মসূচি ব্যাপক সাফল্য পাচ্ছে। কর্মসূচি সফল করতে শ্রীরামপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব ও আরামবাগ সাংগঠনিক জেলা নেতৃত্ব পর পর প্রস্তুতি বৈঠক করছেন কর্মী-সমর্থকদের সঙ্গে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, মন্ত্রী বেচারাম মান্না, শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুঁই, আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহরায় বৈঠক সারছেন কর্মী-সমর্থকদের সঙ্গে। ব্লক নেতৃত্বও বৈঠক করছেন। সোমবার, ৫ তারিখ জাঙ্গিপাড়া থেকে ফুরফুরা, মশাট হয়ে চণ্ডীতলা পর্যন্ত রোড শো করবেন অভিষেক। ঢুকবেন ফুরফুরা শরিফে। দ্বিতীয় পর্বে চণ্ডীতলা থেকে সিঙ্গুর রোড শো। সন্ধ্যায় সিঙ্গুরে জনসভা। রাত্রিবাস হরিপালে। দ্বিতীয় দিনে তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু হবে। খানাকুলে জনসভা সেরে আরামবাগ হয়ে গোঘাট রোড শো। সন্ধ্যায় আরামবাগে অধিবেশন। তৃতীয় দিনে ধনেখালি থেকে পান্ডুয়া রোড শো। জনসভা করবেন পান্ডুয়াতে। সন্ধ্যায় বলাগড়ে অধিবেশন হবে। সেখানে রাতে থাকার কথা। পরের দিন নদিয়া জেলায় যাবেন।
আরও পড়ুন- মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়ানোয় কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর, ‘ডাল মে কুছ কালা হ্যায়’