বার্সেলোনা, ২৩ ফেব্রুয়ারি : লিওনেল মেসির বার্সেলোনায় ফেরা নিয়ে জোর জল্পনা। বার্সা কোচ জাভি হার্নান্ডেজের মন্তব্যে জল্পনা আরও বেড়েছে। ইউরোপা লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যাচের প্রস্তুতির ফাঁকেই সংবাদমাধ্যমের সামনে এসে বার্সা কোচ জানিয়েছেন, ন্যু ক্যাম্প মেসির ঘর। এ নিয়ে কোনও সন্দেহ নেই। ৪৩ বছরের জাভি প্রায় ৪০০ ম্যাচ খেলেছেন মেসির সঙ্গে।
আরও পড়ুন-ফিটনেস : রোহিতকে খোঁচা কপিল দেবের
কিন্তু ২০২১ সালে আর্জেন্টাইন সুপারস্টার বিরাট অঙ্কে ফরাসি ক্লাব পিএসজি-তে যোগ দেন। জাভি ততদিনে কোচিংয়ে হাত পাকিয়েছেন। কাতারের আল সাদে কোচিং করিয়ে যোগ দেন পুরনো ক্লাবে। বার্সেলোনায় ফিরেই প্রাক্তন আর্জেন্টাইন সতীর্থকে ফেরাতে উদ্যোগী হন জাভি। কিন্তু পিএসজি-র চুক্তি থাকায় তা সম্ভব হচ্ছে না। যদিও মেসি এবার ফরাসি ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিতে এখনও সই করেননি। তাই সদ্য বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের পুরনো ক্লাবের ফেরার সম্ভাবনা জোরালো হচ্ছে।
আরও পড়ুন-বেলাইন আমতা লোকাল, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা
বৃহস্পতিবার জাভি বলেছেন, ‘‘বার্সেলোনা মেসির বাড়ি এবং ওর জন্য এই ক্লাবের দরজা সবসময় খোলা। মেসি আমার বন্ধু, আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে।’’ বার্সা কোচ আরও বলেন, ‘‘মেসির উপরই সব কিছু নির্ভর করছে। ওর ভবিষ্যৎ ওই ঠিক করবে। ইতিহাসের সেরা খেলোয়াড় সব সময় এই ক্লাবের জন্য ফিট।’’ জাভির মতো বার্সা সভাপতিও মেসির ফেরার অপেক্ষায় রয়েছেন।