নি.র্মম যোগীরাজ্য, অন্তঃসত্ত্বাকে হাসপাতালে ভর্তি নিতে না.রাজ, গেটেই মৃ.ত্যু শিশুর

ঘটনাটি প্রকাশ্যে আসতেই জেলাশাসক মনোজ কুমার সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে তিনদিনের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন।

Must read

যোগীরাজ্যে (Yogi Adityanath) যে আইনশৃঙ্খলা ভগ্নপ্রায় অবস্থা সেই বিষয়ে সন্দেহ নেই। প্রতিদিন সংবাদের শিরোনামে থাকছে মহিলা ও শিশুদের প্রতি নির্মম আচরণের উদাহরণ। এবার প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে যাওয়া এক মহিলার ওপর করা হল অবিচার। টাকা দিতে না পারায় ভর্তি নিল না হাসপাতাল। শুধু তাই নয়, হাসপাতালের কর্মী অন্তঃসত্ত্বাকে একপ্রকার ধাক্কা দিয়ে বের করে দেন। পরিস্থিতি বেগতিক হলে হাসপাতালের গেটের সামনে জন্ম হয় শিশুটির। কিন্তু পরিষেবার এভাবে মৃত্যু হয় সন্তানের। উত্তরপ্রদেশে এমন ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।

আরও পড়ুন-শপথ, অঙ্গীকার, খুশির বর্ষবরণ

শনিবার বিকেলে মহিলার হঠাৎ করেই প্রসব বেদনা শুরু হয়। তাঁকে বুদায়ুন জেলার মহিলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালে সেই সময় কোন চিকিৎসক ছিলেন না। অনেকবার অনুরোধ করা সত্ত্বেও হাসপাতালের কর্মীরা ভর্তি নিতে চাননি মহিলাকে এমনই অভিযোগ করেন মহিলার স্বামী। মহিলার পরীক্ষা করানোর জন্য ৫ হাজার টাকা দাবি করেন কর্মীরা। কিন্তু কোনরকম টাকা দেওয়ার সামর্থ্য ছিল না পরিবারের। এরপরেই ধাক্কা দিয়েই অন্তঃসত্ত্বাকে বের করে দেওয়া হয়। কিন্তু শরীরের অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালের গেটেই সন্তানের জন্ম দেন মহিলা। চিকিৎসার অভাবে জন্মের কিছুক্ষণের মধ্যেই শিশুটির মৃত্যু হয়। এরপরেই শুরু হয় বিতর্ক।

আরও পড়ুন-দিনের কবিতা

ঘটনাটি প্রকাশ্যে আসতেই জেলাশাসক মনোজ কুমার সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে তিনদিনের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, ‘এক মহিলাকে ভর্তি না নিয়ে তাঁর সঙ্গে বিরূপ আচরণ করেছেন হাসপাতালের কর্মীরা। প্রশাসনকে এই ঘটনার তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।’

Latest article