সংবাদদাতা, ডায়মন্ড হারবার : ডায়মন্ড হারবারে (Diamond Harbour) শুরু হল পৌর গৃহ সমীক্ষার কাজ। আমামী বেশ কয়েকমাস এই কাজ চলবে। ডায়মন্ডহারবার পুরবাসীর যাবতীয় খুঁটিনাটি তথ্য একত্রিত করা, সঙ্গে সমস্ত পরিষেবাকে সরলীকরণ করে একছাতার তলায় নিয়ে আসার লক্ষ্যে এই কাজ শুরু হয়েছে। এই কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা। ভবিষ্যতে প্রতিটি বাড়িতে অনলাইনে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই সমীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডায়মন্ডহারবার পুরসভার অধীনে সমস্ত বাড়ির জিও ট্যাগিং, জায়গার পরিমাপ সহ একাধিক তথ্য এই পৌর গৃহ সমীক্ষার মাধ্যমে গ্রহণ করা হচ্ছে। সঙ্গে পুরসভার একাধিক ওয়ার্ডের কোথায় কি অসুবিধা রয়েছে তাও দেখা হচ্ছে।
আরও পড়ুন-টিটাগড়ে স্কুলে বোমা, পুলিশি তদন্ত শুরু
বর্তমানে ডায়মন্ডহারবার (Diamond Harbour) পুরসভায় ১৬ হাজার হোল্ডিং নাম্বার আছে। এই ১৬ হাজার হোল্ডিং নাম্বার ছাড়াও পুরসভায় আরও কোনো ব্যক্তি বসবাস করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে কোথাও অবৈধ দখলদারি, রাস্তার পাশে অবৈধ নির্মাণকাজ সহ সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এর ফলে পুরসভার স্বচ্ছতা বজায় থাকবে বলে মনে করছেন পুরপ্রশাসকগণ। এই কাজ শেষ হলে ডায়মন্ডহারবার পুরসভার বাসিন্দারা একাধিক সুবিধা পাবেন। পৌর এলাকার বাসিন্দারা একটি পোর্টালের মাধ্যমে তাদের বকেয়া কর, জলের বিল, সহ একাধিক বিল বাড়িতে বসেই দেখতে পারবেন। এছাড়াও তাদের যেকোনো সমস্যা তৎক্ষণাৎ সেখানে জানাতে পারবেন। অপরদিকে পুরসভার পক্ষ থেকে এলাকার সমস্ত কিছু তথ্য দ্রুত গ্রহণ করা এবং সেই অনুযায়ী দ্রুত পদক্ষেপ করার কাজটিও সহজ হবে এই ব্যবস্থার মাধ্যমে। এ নিয়ে ডায়মন্ডহারবার পুরসভার ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস জানান এই কাজ শেষ হলে পুর এলাকার বাসিন্দারা একাধিক পরিষেবা সহজে পেতে পারবেন। এছাড়াও পুরসভার একটি স্বচ্ছ ভাবমূর্তি বজায় থাকবে। এই গৃহ সমীক্ষা নিয়ে ডায়মন্ডহারবার পুরসভার চেয়ারম্যান প্রণব দাস জানান দ্রুতগতিতে এই কাজ চলছে, আগামী বেশ কয়েকমাসের মধ্যে এই কাজ শেষ হবে। সেজন্য পুরসভার পক্ষ থেকে প্রচার চলছে। আগামীদিনে ডায়মন্ডহারবারবাসী এক নতুন দিন দেখতে চলেছে বলে জানিয়েছেন তিনি।