সংবাদদাতা, হাওড়া : তৃণমূল শ্রমিক সংগঠনের এক টানা চেষ্টা। কর্তৃপক্ষের সঙ্গে আইএনটিটিইউসির প্রতিনিধিদের ২৪টা বৈঠকের পর অবশেষে চালু হচ্ছে হাওড়া জুটমিল। মঙ্গলবার হাওড়ায় ডেপুটি লেবার কমিশনারের অফিসে মিল খোলার বিষয়ে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। কর্তৃপক্ষের প্রতিনিধি, সমস্ত শ্রমিক ইউনিয়ন ও শ্রম দফতরের প্রতিনিধিরা চুক্তিপত্রে স্বাক্ষর করেন। ঠিক হয় নতুন বছরের ২ জানুয়ারি থেকে খুলবে মিলটি। ফলে পুনরায় কাজে যোগ দিতে পারবেন মিলের প্রায় আড়াই হাজার শ্রমিক।
আরও পড়ুন-নেই খাবার-জল, যুদ্ধক্ষেত্রে চরম সংকটে রুশ সেনারা
২০২১ সালের ৬ নভেম্বর থেকে মিলটি বন্ধ রয়েছে। প্রায় ১৩ মাস পরে ফের মিল চালুর খবরে আনন্দে মেতে ওঠেন শ্রমিকরা। আইএনটিটিইউসির হাওড়া সদরের সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার জানান, ‘‘এদিন মিল খোলার বিষয়ে সর্বসম্মত ত্রিপাক্ষিক চুক্তি হয়। ঠিক হয়েছে ২ জানুয়ারি মিল খুলবে। প্রথমে রক্ষণাবেক্ষণের কাজ হবে। ধাপে ধাপে সমস্ত শ্রমিকদের কাজে নেওয়া হবে। রক্ষণাবেক্ষণের কাজ শুরুর মাসখানেকের মধ্যে মিলে উৎপাদনও শুরু হয়ে যাবে। শ্রমিকরা তাঁদের বকেয়া পাওনাগণ্ডাও ধাপে ধাপে পেয়ে যাবেন। এরই সঙ্গে কর্তৃপক্ষ ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মিলের উন্নতির জন্য একটি মনিটরিং কমিটি তৈরি করা হয়েছে। কীভাবে মিলটিকে আরও ভালভাবে চালানো যাবে তা ঠিক করবে ওই কমিটি।’’ তিনি আরও বলেন, ‘‘শ্রমমন্ত্রী মলয় ঘটক ও আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অক্লান্ত চেষ্টায় অবশেষে খুলছে হাওড়া জুটমিল।’’