সৌমালি বন্দ্যোপাধ্যায়, হাওড়া : বিজয়া সম্মেলনীর মাধ্যমে পুরভোটের প্রস্তুতি শুরু করে দিলেন হাওড়া শহরের তৃণমূলের নেতা-কর্মীরা। রবিবার বিকেলে ডুমুরজলা স্টেডিয়ামে হাওড়া জেলা (সদর) তৃণমূলের উদ্যোগে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। পুর নির্বাচনের আগে তা তৃণমূলের কর্মিসভার চেহারাই নিয়েছিল। উপস্থিত ছিলেন তৃণমূলের হাওড়া সদরের সভাপতি কল্যাণ ঘোষ, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী মনোজ তেওয়ারি, বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়, গৌতম চৌধুরি, নন্দিতা চৌধুরি, গুলশান মল্লিক, হাওড়ার পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী, দলের হাওড়া সদরের চেয়ারম্যান লগনদেও সিং-সহ সমস্ত প্রাক্তন কাউন্সিলররা। সেই সঙ্গে তৃণমূলের ছাত্র-যুব ও মহিলা সংগঠনের নেতা কর্মীরাও হাজির ছিলেন। বিজয়া সম্মেলনীতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দলীয় কর্মীদের আসন্ন পুরভোটের জন্য জোরকদমে নেমে পড়ার নির্দেশ দেন হাওড়া সদরের সভাপতি ও বিধায়ক কল্যাণ ঘোষ। তিনি বলেন ‘ডিসেম্বরে হাওড়ায় পুরভোট। ২১-এর বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ দেখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁদের আস্থা অটুট রয়েছে। হাওড়াতেও তার ব্যতিক্রম হয়নি। জেলার সব ক’টি বিধানসভা ও লোকসভা কেন্দ্রে বিপুর ভোটে তৃণমূল জয়ী হয়েছে। সব ক’টি পঞ্চায়েত সমিতি ও অধিকাংশ গ্রাম পঞ্চায়েতেও জয়ী হয়েছে তৃণমূল। সেই ধারা বজায় রেখে হাওড়া পুরসভায় এবার ৫০-০ করতে হবে। সব ক’টি ওয়ার্ডে জয়ী হয়ে আমরা হাওড়া পুরসভাকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব। সেই লক্ষ্যেই এখন থেকে ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করে দিতে হবে আমাদের।’
আরও পড়ুন : উত্তরবঙ্গে শ্রদ্ধা বীর বিরসাকে
এর আগে হাওড়া পুর এলাকার ৫০টির মধ্যে তৃণমূলের দখলে ছিল ৪৬টি ওয়ার্ড। সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা সারা বছর মানুষের পাশে থেকে কাজ করি। তবুও যাঁরা আমাদের ভোট দেননি তাঁদের খুঁজে বের করতে হবে। কেন ভোট দেননি সেটা জানতে হবে। রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা তাঁদের কাছে আরও বেশি করে তুলে ধরতে হবে। কোনওরকম অহংবোধ না রেখে মানুষের জন্য কাজ করুন। পাড়ায় পাড়ায় মানুষের সঙ্গে দলের কর্মীদের নিবিড় সংযোগ রেখে চলতে হবে। শহরবাসী যেন কোনওরকম পুর-পরিষেবা থেকে বঞ্চিত না হয় তা খেয়াল রাখতে হবে। এই ব্যাপারে প্রতিটি ওয়ার্ডের কর্মীদের আরও সজাগ থাকতে হবে।’ এদিনের বিজয়া সম্মেলনী থেকে দলের কর্মী ও শাখা সংগঠনের সদস্যরা শপথ নেন পুরভোটে সব ক’টি ওয়ার্ডে জয়ী হয়ে হাওড়া পুরসভাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হবে। এ জন্য ঝাঁপিয়ে পড়ছেন নেতা-কর্মীরা।