সংবাদদাতা, হাওড়া : রাজ্যের জনমুখী প্রকল্পগুলির প্রচারে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন পুর এলাকায় এবার ‘হাওড়া মডেল’ চালু হচ্ছে। হাওড়া কর্পোরেশনের উদ্যোগে গত বছর পুজোর আগে ‘ফোরশোর রোডে’র ধারে ‘শ্রীপূর্ণা পার্ক’ চালু করা হয়েছে। ওই পার্কে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলিকে নানাভাবে তুলে ধরা হয়েছে। পার্কের দেওয়ালের আঁকিবুকিতেও লক্ষ্মীর ভাণ্ডার, সবুজসাথী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় চালু হওয়া রাজ্যের সমস্ত জনমুখী প্রকল্পের ছোঁয়া।
আরও পড়ুন-সেরা থানার শিরোপা পাচ্ছে বালুরঘাট
ওই সমস্ত প্রকল্পের প্রচারের উদ্দেশ্যে এবং মানুষকে বেশি করে এই সম্বন্ধে জানাতে হাওড়া কর্পোরেশনের উদ্যোগে পার্কটি চালু করা হয়েছিল। এবার রাজ্যের জনমুখী প্রকল্পগুলির প্রচারে কলকাতা সহ অন্যান্য পুর এলাকাতে এই ‘হাওড়া মডেল’ চালু করা হচ্ছে। পুরমন্ত্রী ফিরহাম হাকিম জানান, ‘‘হাওড়ার কাছ থেকে কলকাতা সবসময়ই নতুন কিছু শিখেছে। সেরকমই রাজ্যের উন্নয়নমূলকমূলক প্রকল্পগুলির প্রচারে হাওড়ার কর্পোরেশন যে পার্কটি চালু করেছে কলকাতা সহ রাজ্যের অন্য পুর এলাকাতে সেরকমই পার্ক তৈরি করা হবে। আগামিদিনে কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গায় এই হাওড়া মডেল কীভাবে আরও বেশি করে ছড়িয়ে দেওয়া যায় তা আমরা খতিয়ে দেখছি।’’
আরও পড়ুন-অলচিকি ভাষা এবার পড়ানো হবে ডিগ্রি কোর্সে
সেই উদ্দেশ্যেই সম্প্রতি কলকাতা কর্পোরেশন ও কেএমডিএ’র আধিকারিকরা হাওড়ার ফোরশোর রোডের দারের শ্রীপূর্ণা পার্ক ঘুরে দেখেন। এই সংক্রান্ত প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নথিভুক্ত করেন। হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তীর সঙ্গেও কথা বলেন তাঁরা। কীভাবে পুরো বিষয়টি রূপায়িত হয়েছে তাও জেনে নেন তাঁরা। এই ব্যাপারে শীঘ্রই একটি রিপোর্ট পেশ করবেন তাঁরা। তারপরই লক্ষ্মীর ভাণ্ডার, সবুজসাথীতে সাজানো হাওড়ার ফোরশোর রোডের ধারের শ্রীপূর্ণা পার্কের আদলে কলকাতা এবং জেলাতেও তৈরি হবে পার্ক। উল্লেখ্য, ফোরশোর রোড ধরে যাওয়ার সময় চোখে পড়বে ৩২৬ মিটার দীর্ঘ ওই পার্কে স্বাস্থ্যসাথী, সবুজসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষকবন্ধু সহ বিভিন্ন জনমুখী প্রকল্পের হরেক ছবি ও মডেল। যা দেখে মুগ্ধ হন বহু মানুষ। এবার এই ‘হাওড়া মডেল’ রাজ্যের অন্যত্র গড়ে উঠলে সরকারের জনমুখী প্রকল্পগুলি আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।