অলচিকি ভাষা এবার পড়ানো হবে ডিগ্রি কোর্সে

কলেজ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সংশ্লিষ্ট কলেজের পক্ষ থেকে উচ্চশিক্ষা দফতরে এই বিষয় চালুর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।

Must read

সংবাদদাতা, মালদহ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর সেই নির্দেশ কার্যকর করতে মাঠে নেমে পড়ল মালদহ জেলা প্রশাসন। জেলার বামনগোলা ব্লকের পাকুয়াহাট ডিগ্রি কলেজে অলচিকি বিষয় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কলেজ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সংশ্লিষ্ট কলেজের পক্ষ থেকে উচ্চশিক্ষা দফতরে এই বিষয় চালুর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী দিনে উচ্চশিক্ষা দফতর থেকে অনুমোদন দিলেই পড়াশুনা শুরু করার প্রক্রিয়া ধাপ অনুয়ায়ী এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-স্বজনহারাদের পাশে তৃণমূল

এনিয়ে জেলার আদিবাসী সমাজ আপ্লুত। বিষয়টি নিয়ে তাঁরা সাধুবাদ জানিয়েছেন। পাকুয়াহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজন ঘোষ বলেন, আদিবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় শিক্ষানুরাগীদের দাবি রয়েছে কলেজে অলচিকি ভাষা বিষয় চালুর। মুখ্যমন্ত্রী উচ্চশিক্ষা দফতরকে এটি দেখতে বলেন। উৎসাহিত হয়ে প্রস্তাব পাঠিয়ে দিয়েছি। আমাদের কলেজে সবরকমের পরিকাঠামো রয়েছে। একাধিক ক্লাস রয়েছে। কোনও সমস্যা হবে না। আগামী দিনে আদিবাসী পড়ুয়ারা ব্যাপক উপকৃত হবে। উল্লেখ্য, ৪ মে মালদহে প্রসাশনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে শিক্ষা সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নেন। তখন উপাচার্য মুখ্যমন্ত্রীকে স্থানীয় আদিবাসী মানুষের দাবির কথা অনুযায়ী পাকুয়াহাট কলেজে এই অলচিকি ভাষা খোলার জন্য অনুরোধ করেন।

Latest article