জলসঙ্কট থেকে মুক্ত হবে হাওড়া

উল্লেখ্য হাওড়া কর্পোরেশনের উদ্যোগে ৪০ কোটি টাকা ব্যয়ে শিবপুরের ওলাবিবিতলায় এই ভূগর্ভস্থ জলাধারটি গড়ে তোলা হয়েছে।

Must read

সংবাদদাতা, হাওড়া : আগামী গ্রীষ্মের আগে মধ্য ও দক্ষিণ হাওড়ার জলের সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে। সোমবার হাওড়া কর্পোরেশনের উদ্যোগে শিবপুর ওলাবিবিতলায় ভূগর্ভস্থ জলধারের পাইপলাইন প্রতিস্থাপন কাজের সূচনা করলেন সমবায় মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন হাওড়া কর্পোরেশনের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরি, পুর কমিশনার ধবল জৈন সহ আরও অনেকে।

আরও পড়ুন-কুয়াশায় ঢাকল শহর বিমান, ফেরি-বিভ্রাট

সমবায় মন্ত্রী অরূপ রায় জানান, ‘মধ্য ও দক্ষিণ হাওড়ার কিছু এলাকায় জলের সমস্যা ছিল। ২০১৫ সালে ওলাবিবিতলায় ভূগর্ভস্থ জলাধারটি তৈরির কাজ শুরু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কাজ দ্রুত শেষ করা হয়। এখন ডিস্ট্রিবিউশনের কাজ শুরু হল। দুমাসের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে। এবারের গ্রীস্মের আগেই মধ্য ও দক্ষিণ হাওড়ার যেসব এলাকায় জলের সমস্যা আছে তা দূর হয়ে যাবে। বুস্টার পাম্পের সাহায্যে ওইসব এলাকায় জলের চাপও অনেক বাড়ানো যাবে।’

উল্লেখ্য হাওড়া কর্পোরেশনের উদ্যোগে ৪০ কোটি টাকা ব্যয়ে শিবপুরের ওলাবিবিতলায় এই ভূগর্ভস্থ জলাধারটি গড়ে তোলা হয়েছে। মে মাসে এই ভূগর্ভস্থ জলাধার থেকে জল সরবরাহ শুরু করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে হাওড়া কর্পোরেশন সূত্রে জানা গেছে।

Latest article