উৎসব সংখ্যা, নেত্রীর বই কিনতে উপচে পড়া ভিড়

বাঙালির প্রাণের উৎসবে সেরার সেরা হল জাগোবাংলা উৎসব সংখ্যা। জেলা থেকে কলকাতা মণ্ডপের বাইরে ও বিভিন্ন জায়গায় স্টলগুলিতে উপচে পড়েছে ভিড়

Must read

প্রতিবেদন : বাঙালির প্রাণের উৎসবে সেরার সেরা হল জাগোবাংলা উৎসব সংখ্যা। জেলা থেকে কলকাতা মণ্ডপের বাইরে ও বিভিন্ন জায়গায় স্টলগুলিতে উপচে পড়েছে ভিড়। শুধু দেখা নয়, জাগোবাংলা উৎসব সংখ্যা বিক্রির নিরিখে ছাপিয়ে গিয়েছে বাকি সব শারদ সংখ্যাকে। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার বই বিক্রি হয়েছে রেকর্ডসংখ্যক। এখানেই শেষ নয়। বিভিন্ন সময়ে নেত্রীর লেখা প্রায় ১৩৫টি বই-ই ঘুরিয়ে-ফিরিয়ে কাটতির দিক থেকে এগিয়ে থেকেছে।

আরও পড়ুন-দশমীতে বিসর্জন উপলক্ষে মাল নদীতে থাকছে নিষেধাজ্ঞা

বিশেষত ছাত্র-যুব ও মহিলাদের মধ্যে নেত্রীর লেখা বই কেনার আগ্রহ চোখে পড়েছে। উত্তর কলকাতার আহিরিটোলা মেন রোড, টালা সর্বজনীন, উল্টোডাঙা নবীন পল্লি, দক্ষিণ কলকাতায় প্রতাপাদিত্য রোড, ত্রিকোণ পার্ক, টালিগঞ্জ, রাসবিহারী, বেহালার মতো জায়গায় জাগোবাংলার স্টলগুলিতে ভিড় দেখা গিয়েছে। শুধু তা-ই নয়, উত্তরের কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদহের বিভিন্ন পুজো মণ্ডপে কিংবা একটু পাশে জাগোবাংলা স্টলে উপচে পড়েছে জনতা। এগুলির মধ্যে বেশ কিছু স্টল খোলা থেকেছে ২৪ ঘণ্টাই। এবছর জাগোবাংলা উৎসব সংখ্যার চাহিদা ছিল অভাবনীয়।

আরও পড়ুন-এক রাতেই সপ্তমী থেকে দশমীর মেহচণ্ডী পুজো

বিশেষত তৃণমুল কংগ্রেসের ইতিহাস, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই-সংগ্রাম জানার জন্য বই কিনেছে নতুন প্রজন্ম। চোখের পলক ফেলার আগেই যেন উবে গেল এই ক’টা দিনে। আজ দশমী। মা দুর্গা চললেন কৈলাসের পথে। আবার একটা বছরের অপেক্ষা। আসছে বছর আবার হবে। কার্যত মহালয়ার দিন থেকেই মণ্ডপে মানুষের ঢল নেমেছিল। সব মিলিয়ে পুজোর এই ক’টা দিন বাঙালি যেমন চুটিয়ে আনন্দ করেছে, চেটেপুটে নিয়েছে উৎসবের সবকিছু— একইসঙ্গে পুজোর শারদসংখ্যাও সংগ্রহ করেছে। কারণ জাগোবাংলা উৎসব সংখ্যা সাহিত্যগুণে ভরপুর। সংগ্রহে রাখার মতোই।

Latest article