প্রতিবেদন : অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনই যে তাঁর লক্ষ্য এ-কথা বারবার বলেছেন তিনি। সেই কারণেই মানুষের পঞ্চায়েত গড়ার লক্ষ্য নিয়ে ২৫ এপ্রিল থেকে রাস্তায় ঘুরছেন। এরই মধ্যে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে যে খবর তাঁর কাছে পৌঁছেছে তার প্রেক্ষিতে শনিবার কল্যাণীর ক্যাম্প থেকে বেরোনোর আগে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলোচনায় রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী-সমর্থকদের প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে দলের কেউ কোনওরকম প্ররোচনায় পা দেবেন না। তাঁর কড়া নির্দেশ, কেউ এই ধরনের ঝামেলায় জড়াবেন না৷ মনোনয়ন ঘিরে অশান্তি করবেন না, করতেও দেবেন না।
আরও পড়ুন-১৩ জুন সর্বদল, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
শনিবার কল্যাণীর ক্যাম্প থেকে উত্তর ২৪ পরগনার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় একইসঙ্গে তিনি বলেন, প্রশাসনকেও বলা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। তাঁর সাফ কথা, কেউ মনোনয়ন জমা না দিতে পারলে দলকে জানান৷ তৃণমূল কংগ্রেস মনোনয়নের ব্যবস্থা করবে। পঞ্চায়েত নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় দলকে তো বটেই, বিরোধী রাজনৈতিক দলগুলিকেও একই বার্তা দিয়েছেন। আজ উত্তর ২৪ পরগনার বারাকপুর-গাইঘাটায় জনসংযোগ সারেন। যথারীতি জনপ্লাবনে ভেসে যান অভিষেক। পূর্ব-ঘোষণা অনুযায়ী আজ থেকে আর কোনও অধিবেশন হবে না।
আরও পড়ুন-দিনের কবিতা
তৃণমূলে নবজোয়ার গোটা রাজ্য জুড়ে ঝড় তুলে দিয়েছে। এলোমেলো করে দিয়েছে বিরোধীদের যাবতীয় হিসেবনিকেশ। মানুষের পঞ্চায়েত গড়তে গত ২৫ এপ্রিল থেকে আগামী ১৬ জুন পর্যন্ত দু’মাস রাস্তায় থাকার কর্মসূচি নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই চার হাজার কিলোমিটার পথ তিনি অতিক্রম করেছেন। যা রাজ্য রাজনীতি তো বটেই দেশের রাজনীতিতেও ইতিহাস হয়ে থেকে যাবে। ভিড়ের বহর দেখেশুনে দিশেহারা বিজেপি-কংগ্রেস-সিপিএম কুৎসা ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এখনও সেই ষড়যন্ত্র চলছে। কিন্তু এই সব কিছুকেই একপাশে সরিয়ে রেখে লক্ষ্যে স্থির অভিষেক এগিয়ে চলেছেন সম্মুখে।