১৩ জুন সর্বদল, নিরাপত্তায় কড়া ব্যবস্থা

শনিবার সকালে মুর্শিদাবাদ, আসানসোল, উত্তর ২৪ পরগনার পরিস্থিতি জানতে চেয়ে রাজীবা সিনহা জেলাশাসকদের ফোন করেন।

Must read

পঞ্চায়েত ভোটের ঢাকে কাঠি। ভোট নিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন, নির্বাচন হবে অবাধ। বিক্ষিপ্ত দু’একটি ঘটনায় প্ররোচনা দিয়েছে কংগ্রেস-বিজেপি এবং বাম। সেইসঙ্গে মিডিয়ার একটি অংশ দিনভর কুৎসা করে চলেছে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, নিশ্চিত হার জেনেই অযথা গন্ডগোল তৈরির চেষ্টা।

আরও পড়ুন-দিনের কবিতা

প্রতিবেদন : পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য জুড়ে গণতন্ত্রের উৎসব শুরু হয়ে গিয়েছে। শুক্রবার সকাল থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শুরু হয়েছে। ২৪ ঘণ্টা পেরিয়ে শনিবারও শান্তিপূর্ণ ভাবে চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। তৃণমূল থেকে বিরোধী, সব দলই মনোনয়নপত্র জমা দিয়েছে। এরই মধ্যে বিক্ষিপ্ত ভাবে দু’একটি জায়গা থেকে ছোটখাটো অশান্তির খবর এসেছে। বেশির ভাগ জায়গাতেই হয় বিরোধীরা গন্ডগোল পাকাচ্ছে অথবা গন্ডগোল পাকানোর প্ররোচনা দিচ্ছে।

আরও পড়ুন-নন্দীগ্রামে বিজেপির তিনবারের প্রার্থী, তৃণমূলে যোগ দিয়ে গদ্দারকে তোপ

পুলিশ, প্রশাসন সতর্ক থাকায় গন্ডগোল কোথাও বড় আকার ধারণ করেনি। তবে সংবাদমাধ্যমের একাংশ ওই সব ছোট ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগামহীন কুৎসায় নেমে পড়েছে। কিছু এলাকা থেকে বিরোধী দলগুলির বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে। এই গন্ডগোলের প্রেক্ষিতে কমিশন জেলাশাসকদের থেকে রিপোর্ট তলব করেছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আগামী ১৩ জুন সর্বদল বৈঠক ডেকেছে কমিশন। সেই সঙ্গে এদিনই রাজভবনে গিয়ে সারাদিনের আপডেট রাজ্যপালকে জানিয়ে এসেছেন নির্বাচন কমিশনার রাজীবা সিনহা।
পঞ্চায়েত ভোটের প্রথম পর্ব নির্বিঘ্ন করতে তৎপর রয়েছে কমিশন। মনোনয়ন পর্বের প্রথম দিনে ডোমকল, খড়গ্রাম সহ বেশ কিছু জায়গা থেকে কিছু অশান্তির ছবি ধরা পড়ায় প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন।

আরও পড়ুন-বিরাট-রাহানের ব্যাটে বেঁচে স্বপ্ন

শনিবার সকালে মুর্শিদাবাদ, আসানসোল, উত্তর ২৪ পরগনার পরিস্থিতি জানতে চেয়ে রাজীবা সিনহা জেলাশাসকদের ফোন করেন। কিছু জায়গায় বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারেনি বলেও অভিযোগ তুলেছে। তবে পরিসংখ্যান বলছে, প্রচুর বিরোধী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তৃণমূলের প্রশ্ন, যদি বাধাই দেওয়া হয় তাহলে রাজ্য জুড়ে এত বিরোধী প্রার্থী কীভাবে মনোনয়ন জমা করলেন? আসলে বিরোধীরা প্রার্থী না পেয়ে এসব বাজে অভিযোগ তুলছে। এরই মধ্যে কমিশন ভোটের আগে বোমা ও অস্ত্র উদ্ধারে জেলাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে। নির্বাচন কমিশনার রাজীবা সিনহা জানিয়েছেন, কোন কোন জেলা স্পর্শকাতর তার নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে।

Latest article