প্রতিবেদন : বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শেষ হল অনেক আশার প্রদীপ জ্বালিয়ে। উঠে এল একাধিক বিনিয়োগের কথা। স্বাস্থ্য থেকে হোটেল, পর্যটন থেকে শিক্ষা– সর্বক্ষেত্রেই বিপুল বিনিয়োগ আসছে বাংলায়। সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এসে স্বপ্নের বীজ বুনে দিয়ে গেলেন দেশ ও বিদেশের শিল্পপতিরা। নয়া বিনিয়োগে বাংলার শিল্পে বিপ্লব আসন্ন।
আরও পড়ুন-সৌরভ বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, চমক মুখ্যমন্ত্রীর
এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মোট ১৮৮টি মউ স্বাক্ষর হয়েছে। তার মধ্যে শিক্ষাক্ষেত্রে মউ স্বাক্ষর হয়েছে ১৩টি। এবার স্কুল এডুকেশনে বিপুল বিনিয়োগের কথা ঘোষণা করেছেন অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া। তিনি স্কুল এডুকেশনে ১৬৭৬ কোটি বিনিয়োগের কথা ঘোষণা করেন। ৩০৬০ কোটি বিনিয়োগের ঘোষণা করেন হায়ার এডুকেশন সেক্টরে।
আরও ১৮৫০ কোটি টাকা বিনিয়োগের আশ্বাস দিয়েছেন তিনি। তিনি জানান, রাজ্যে ৩৮টি আইটিআই হবে। ১৪০টি ফার্মেসি গড়ে উঠবে।
আরও পড়ুন-কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চায় হামাস
আইটিসি চেয়ারম্যান সঞ্জীব পুরী ঘোষণা করেছেন কৃষিনির্ভর শিল্পে বিপুল বিনিয়োগের কথা। ৯৩টি মউ স্বাক্ষর করা হয়েছে এই ক্ষেত্রে। মোট ১৩১৪ কোটি টাকা বিনিয়োগের কথা জানান তিনি। আইটিসি মার্চ অ্যাপের উদ্বোধন হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন আইটিসি মার্চের। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে ৩৫০ কোটি বিনিয়োগের ঘোষণা করেছেন টেগা ইন্ডাস্ট্রিজ কর্তা মেহুল মোহাঙ্কা। তিনি বলেন, ২০ লক্ষ বর্গফুট ক্ষেত্রজুড়ে তৈরি হবে ম্যানুফ্যাকচারিং হাব। এই হাবে প্লাস্টিক থেকে শুরু করে জেমস অ্যান্ড জুয়েলারির ম্যানুফ্যাকচারিং হবে। আমরি হাসপাতাল গ্রুপের সিইও রূপক বড়ুয়া জানান, হেলথ সেক্টরে প্রায় ২২.২ শতাংশ গ্রোথ হয়েছে। আগামী ৩ বছরের মধ্যে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে প্রায় ৭ হাজার ৯৩৩ কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে। আগামীদিনে ১৯০০০ মানুষের কর্মসংস্থান হবে।
আরও পড়ুন-কেন রেলমন্ত্রীর স্পেশ্যাল ট্রেনও স্টেশনে ঢুকতে ২ ঘণ্টা দেরি করল? বিশৃঙ্খলা পুরুলিয়ায়
লক্ষ্মী চা সংস্থার কর্ণধার রুদ্র চট্টোপাধ্যায় ঘোষণা করলেন, বাংলায় নব্বই মিলিয়ন টুরিস্ট এসেছেন। বার্ষিক বৃদ্ধি প্রায় ১৩ শতাংশ বেড়েছে। ১.৫ হাজার কোটি টাকার বিনিয়োগ এসেছে। আগামী বছর ৫ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। ইন্টারনেট কেবল ল্যান্ডিং পলিসিতে বাংলায় নতুন বিনিয়োগের আশা দেখছেন ওয়েবেলের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায়। ৩৮ জন বক্তা বাংলার আইটি উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছেন। মোট ৫টি মউ স্বাক্ষর হয়েছে।