নিজেকে আন্ডারডগ বলে মনে করছেন ঋষি সুনাক

Must read

প্রতিবেদন : দুদিন আগেও বলা হচ্ছিল, বরিস জনসনের উত্তরসূরি হওয়ার দৌড়ে সবার আগে আছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক (UK PM Candidate Rishi Sunak)। কিন্তু শেষ পর্বে এসে তিনি বিদেশ সচিব লিজা ট্রুসের কাছে কিছুটা পিছিয়ে পড়েছেন। তবে ঋষি নিজেই বলছেন, ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পাল্লা তাঁর পক্ষে ভারী নয়। নিজেকে তিনি আন্ডারডগ বলে উল্লেখ করলেন।

আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে মাঙ্কিপক্স, এবার তেলেঙ্গানায় মিলল উপসর্গ

২৪ ঘণ্টা আগে ইউগভ নামে ব্রিটেনের সমীক্ষক সংস্থা জানিয়েছিল, একেবারে শেষ পর্বে এসে ঋষিকে পিছনে ফেলেছেন লিজা। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের শহর গ্র্যান্থামে এক ভাষণে সুনাক (UK PM Candidate Rishi Sunak) বলেন, শাসকদল চাইছে বিদেশ সচিবের নির্বাচনটাকে রাজ্যাভিষেকের মতো করে তুলতে। বর্তমানে বিদেশ সচিব লিজ ট্রুস তাই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবার আগে রয়েছেন। কোনও সন্দেহ নেই, এই নির্বাচন প্রক্রিয়ায় আমি আন্ডারডগ। আমি আন্ডারডগ অবস্থা থেকেই এই প্রতিযোগিতা শুরু করেছি। গ্র্যান্থামের ওই সভায় মুদ্রাস্ফীতি কমানোর কথা বলেন সুনাক। তিনি বলেন, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতিই এক বড় শত্রু। মুদ্রাস্ফীতি সাধারণ মানুষকে দরিদ্র করে তোলে।

মানুষের জীবন এবং সঞ্চয়কে ঝুঁকির মুখে ফেলে। এই অবস্থার পরিবর্তন দরকার। মানুষের কর্মস্থানকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। ঋষির এই বক্তব্যকে করতালি দিয়ে স্বাগত জানায় মানুষ। ৫ সেপ্টেম্বর ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ওই দিনই জানা যাবে লিজা না ঋষি কে বরিসের ফেলে যাওয়া চেয়ারে বসছেন।

Latest article