নয়াদিল্লি, ১১ অগাস্ট : প্রায় ১৮ মাস পর সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে নিজেকে প্রমাণ করেছেন শুভমন গিল (Shubman Gill)। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে ১০২.৫০ গড়ে ২০৫ রান করেছেন তরুণ ভারতীয় ব্যাটার। সিরিজ সেরাও হয়েছেন শুভমন। জিম্বাবোয়ের বিরুদ্ধে নতুন মিশনে যাওয়ার আগে টিম ইন্ডিয়ার তরুণ তারকা জানিয়ে দিলেন, তিনি সমালোচনায় কান দেন না। বরং মাঠে নেমে নিজের দায়িত্ব পালন করে যেতে চান।
আরও পড়ুন: সিঙ্গাপুর, ভিয়েতনামের বিরুদ্ধে খেলবে ভারত
ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে শুভমনের (Shubman Gill) ব্যাটিং, টেম্পারামেন্ট নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই প্রসঙ্গে ভারতের তরুণ তারকা বলেন, ‘‘আমি মনে করি, প্রশ্ন সব সময় উঠবে। কিন্তু যত দিন আমার দলের সাফল্যে নিজের অবদান রাখতে পারব ততদিন লোকে কি বলল, তা নিয়ে ভাবি না। টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ক আমার কাছ থেকে যা প্রত্যাশা করে সেটা করতে পারলেই খুশি হব। প্রশ্ন, সমালোচনার পরোয়া করি না।’’
আরও পড়ুন: ইডেনে বসে ঘোষণা নাইটদের সহকারী কোচের, বাংলার ক্রিকেটার নিয়ে আলাদা করে ভাবি না
ওয়েস্ট ইন্ডিজ সফরে নিজের পারফরম্যান্সে খুশি শুভমন। বলছেন, এই ছন্দ তাঁর আত্মবিশ্বাস বাড়াবে। শুভমানের কথায়, ‘‘ছন্দ ধরে রাখতে হবে এবং আমাকে ধারাবাহিকতা দেখাতে হবে। দলের জন্য যত বেশি সম্ভব রান করে যেতে হবে।’’ওয়েস্ট ইন্ডিজে ভাল খেলায় জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের দলেও রয়েছেন শুভমন।