প্রতিবেদন : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাঁর দল বিজেপি বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে তিনি ভয় পান না বলে সাফ জানালেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি। গত সপ্তাহে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মোদিকে ব্যক্তিগতভাবে কদর্য ভাষায় আক্রমণ করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন বিলাবল।
আরও পড়ুন-কন্যাশ্রী প্রকল্পের সুফল, অন্য রাজ্যের চেয়ে বাংলায় শিশুশ্রমিক কম, জানাল কেন্দ্রই
কূটনৈতিক স্তরে তাঁর ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছিল ভারত। পাশাপাশি বিজেপি দেশের নানা শহরে বিলাবলের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখিয়েছিল। তার প্রেক্ষিতেই বিলাবল এই মন্তব্য করেছেন।
পাকিস্তানের ডন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ভারতে তাঁর বিরুদ্ধে যে প্রতিবাদ-বিক্ষোভ চলছে সে বিষয়ে সম্যক ওয়াকিবহাল বিলাবল। বরং নিজের মন্তব্যে অনড় থেকে এই তরুণ পিপিপি নেতা বলেছেন, এ সব করে পাকিস্তানকে ভয় দেখানো যাবে না। কারণ তিনি মোদি, বিজেপি বা আরএসএসকে ভয় পান না। বরং তাঁর সাফ কথা, ভারত চাইলে তাঁর বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যেতে পারে।
আরও পড়ুন-চিন : উপগ্রহচিত্র ঘিরে চাঞ্চল্য
মোদির বিরুদ্ধে সুর আরও একধাপ চড়িয়ে তিনি বলেন, গুজরাতে নরেন্দ্র মোদির কী ভূমিকা ছিল, ইতিহাস তার সাক্ষী আছে। বিজেপি, আরএসএস চেষ্টা করেও সেই ইতিহাস বদলাতে পারবে না। উল্লেখ্য, গত সপ্তাহে রাষ্ট্রসংঘের মঞ্চে বিলাবল সরাসরি প্রধানমন্ত্রী মোদির নাম করে তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেন। তিনি বলেন, ওসামা বিন লাদেন নিহত হয়েছেন। কিন্তু গুজরাতের কসাই এখনও জীবিত। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।