ন্যাক-স্বীকৃতি বেলুড় কলেজ এ ট্রিপল প্লাস

উল্লেখযোগ্য বিষয়, ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক রামকৃষ্ণ মিশনের ৪টি ডিগ্রি কলেজকেও বিশেষ স্থান দিয়েছে।

Must read

প্রতিবেদন : বেলুড় বিদ্যামন্দির আবাসিক কলেজ (পশ্চিমবঙ্গ) এ+++গ্রেড পেল। এ+ গ্রেড পেল নরেন্দ্রপুর আবাসিক কলেজ। ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল বা ন্যাক-এর মূল্যায়নে ৫ বছরের জন্য এই স্বীকৃতি পেল এই দু’টি শিক্ষাপ্রতিষ্ঠান। রবিবার রামকৃষ্ণ মিশনের ১১৩তম বার্ষিক সাধারণসভার প্রতিবেদনে জানানো হয়েছে এ কথা।

আরও পড়ুন-সংঘ, মোদি, বিজেপি কাউকেই ভয় পাই না : বিলাবল

উল্লেখযোগ্য বিষয়, ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক রামকৃষ্ণ মিশনের ৪টি ডিগ্রি কলেজকেও বিশেষ স্থান দিয়েছে। বেলুড় বিদ্যামন্দির আবাসিক কলেজ পেয়েছে পঞ্চম স্থান, রহড়া বিবেকানন্দ সেন্টিনারি কলেজ পেয়েছে ১৫তম স্থান। এছাড়া নরেন্দ্রপুর আবাসিক কলেজ এবং তামিলনাড়ুর কোয়েম্বাটোর কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স পেয়েছে যথাক্রমে ২১ ও ৪৮তম স্থান। বার্ষিক সাধারণসভায় জানানো হয়েছে, রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠ ২১৬ টি ভারতীয় শাখাকেন্দ্র এবং উপকেন্দ্রের মাধ্যমে পরিষেবার জন্য এ পর্যন্ত ৯৪৩.১৮ কোটি টাকা খরচ করেছে।

Latest article