“দিল্লির টাকা বাংলায় চাই না”, ফের বকেয়া টাকা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

Must read

“দিল্লির টাকা বাংলায় চাই না। দিল্লিকে মনে রাখতে হবে, বাংলার আত্মসম্মান আছে। যা আমাদের সবথেকে বড় সম্পদ। আমাদের আত্মসম্মান কেড়ে নিতে দেব না।”সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে রাজ্যের বকেয়া টাকা নিয়ে আবারও কেন্দ্রকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

আরও পড়ুন: বাংলার বিরুদ্ধে কুৎসা ছড়ানো হচ্ছে, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতায় ছাত্র ছাত্রীদের হাতে স্মার্টফোন বিতরণ অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেখানে তিনি বলেন, “লোভ করো না। লোভের থেকে মনুষ্যত্বের দাম বেশি। তাই আমরা ভালো ভাবব, ভালো মনে থাকব, খোলামেলা মনে থাকব।সকালে ঘুম থেকে উঠে বলুন যতই বিপদ আসুক না কেন, আমি ভালো থাকব। কোনও সংকটে ভয় পাবেন না। সাহসীভাবে লড়াই করারই আমার কাজ। বাংলার ছাত্ররা সারা বিশ্বকে দেখাবে আমরাই করি, আমরাই লড়ি। বাংলা বিরোধী কাজ নয়, বাংলার উন্নয়ন নিয়ে দিল্লিতে কুটকাচালি করা নয়।”

Latest article