‘আমি কোনও শান্তি বিঘ্নিত করতে চাই না, কোনও নিয়মও লঙ্ঘন করব না’ মনিপুরে যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায়

আজ মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ সংক্রান্ত বিবৃতি দেওয়ার সঙ্গে জানান, মনিপুরে যেতে চান তিনি

Must read

আজ মঙ্গলবার নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিয়োগ সংক্রান্ত বিবৃতি দেওয়ার সঙ্গে জানান, মনিপুরে (Manipur) যেতে চান তিনি। তিনি বলেন, সোমবারই তিনি চিঠি দিয়েছেন কেন্দ্রকে। স্বরাষ্ট্রমন্ত্রক অনুমোদন দিলে তিনি যাবেন ও মানুষের সঙ্গে কথা বলবেন। মণিপুর যেহেতু এখন সেনাবাহিনীর আওতায় আছে, তাই স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অনুমোদন চেয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেই বলেন, ‘আমি কোনও শান্তি বিঘ্নিত করতে চাই না। কোনও নিয়মও লঙ্ঘন করব না।’

আরও পড়ুন-এক বছরে ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগ, নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী

অমিত শাহের মণিপুর সফর নিয়ে এদিন কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি কাল চিঠি দিয়েছি, আর আজই ওরা চলে গিয়েছে। ওরা তো মানুষের সঙ্গে কথা বলবে না। আমি শান্তিস্থাপনের জন্য যাব।’

আরও পড়ুন-মোদি স্টেডিয়ামের দুরাবস্থা তুলে ধরে শাহকে কটাক্ষ তৃণমূলের

রাজ্য নির্বাচন কমিশনার প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘কমিশনারের মেয়াদ ফুরিয়েছে। তার আগে থেকেই আমরা নাম পাঠিয়েছি। পছন্দ না হলে রাজ্যপাল ফাইল ফেরত পাঠাতে পারতেন। তা করা হচ্ছে না। ফলে কমিশনার পদ ফাঁকা থেকে যাচ্ছে। এরকম পরিস্থিতি কখনও হয়নি। জাতীয় দলের তকমা কেড়ে নিয়ে আমাদের সঙ্গে ঠিক করেনি নির্বাচন কমিশন।’ যদিও বায়রন বিশ্বাসের যোগদান সম্পর্কে কোনও মন্তব্য করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article