‘হাজরা মোড় থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মিছিল’, কুস্তিগীরদের অপমানের প্রতিবাদে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্যের বিষয়ে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

Must read

আজ নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্যের বিষয়ে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে বিভিন্ন পদে চাকরি থেকে শুরু করে বেশ কিছু বিষয়ে আলোচনা করেন তিনি। এদিন রাজধানীতে কুস্তিগিরদের (wrestler) হেনস্থার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন তিনি তাদের পাশে আছেন।

আরও পড়ুন-‘আমি কোনও শান্তি বিঘ্নিত করতে চাই না, কোনও নিয়মও লঙ্ঘন করব না’ মনিপুরে যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘দেশের সম্মান ধুলোয় মিশে গিয়েছে। কুস্তিগীরদের সমর্থন জানাতে কাল হাজরা মোড় থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মিছিল হবে।’

প্রসঙ্গত নাবালিকা সহ মহিলা ক্রীড়াবিদদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে ডব্লিউএফআই সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। কিন্তু যেহেতু তিনি বিজেপির অন্তর্ভক্ত তাই কবে পদক্ষেপ এই নিয়ে কোনরকম আশ্বাস পাওয়া যাচ্ছে না কেন্দ্রের তরফে। ২৩ এপ্রিল থেকে দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ করছেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট-সহ দেশের প্রথমসারির কুস্তিগীরা। আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে।

আরও পড়ুন-এক বছরে ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগ, নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী

এই ঘটনার প্রতিবাদে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের যাঁরা কুস্তিগীর আছে, তাঁদের এত মেরেছে, যে দেশের সম্মান ধুলো মিশে গিয়েছে। আমি ওদের সঙ্গে কথা বলেছি। বলেছি, আপনাদের সাথে আমরা আছি। ক্রীড়ামন্ত্রীকে বলেছি, খেলোয়াড়দের নিয়ে কাল একটা মিছিল করতে। হাজরা মোড় থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত’।

Latest article