পনেরো দিনে এক কোটি চিঠি চাই

Must read

প্রতিবেদন : কেন্দ্রের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে ব্লকে ব্লকে সরব হওয়ার নির্দেশ দিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi)। বুধবার ভার্চুয়াল বৈঠকে তিনি নির্দেশ দেন, ন্যায্য টাকা চেয়ে প্রধানমন্ত্রীকে লেখা চিঠি প্রয়োজনে বাংলায় লিখুন। এককোটির বেশি চিঠি আমাদের পৌঁছে দিতে হবে প্রধানমন্ত্রীর কাছে। ওই চিঠি যাবে কেন্দ্রীয় গ্রামোন্নেয়ন মন্ত্রীর কাছে। এক কোটির বেশি চিঠি সংগ্রহে দলীয় নেতাদের আরও ১৫ দিন সময় বাড়িয়ে দিলেন রাজ্য সভাপতি। শুধু তাই নয়, যেসব জেলায় আগামী দু’সপ্তাহের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ‌্যায়ের ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি পড়বে তাঁদের অতিরিক্ত ২/৩ দিন সময় দেওয়া হচ্ছে। আগামী ১০ মে’র মধ্যে এই চিঠি রাজ‌্য দফতরে জেলা তৃণমূল কংগ্রেসের তরফে জমা দিতে হবে। কীভাবে চিঠি সংগ্রহ করতে হবে তার স্পষ্ট গাইডলাইন জানিয়ে সুব্রত বক্সি (Subrata Bakshi) বলেন, ‘‘ঐক‌্যবদ্ধভাবে সবাইকে রাস্তায় নামতে হবে। সমস্ত শাখা সংগঠন ও পুরনো কর্মীদের সঙ্গে নিয়ে কর্মসূচি হবে। সিনিয়রদেরই এগিয়ে এসে বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। মূল ল‌ক্ষ‌্য, প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি পরিবারকে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের সব উন্নয়ন প্রকল্প ও পরিষেবায় শামিল করা। প্রতিটি মানুষের প্রয়োজনে পাশে থাকতে হবে।

আরও পড়ুন-যুদ্ধ-বিধ্বস্ত সুদান থেকে দিল্লি এসে পৌঁছলেন ৩৬০ ভারতীয়

Latest article