পরের বিশ্বকাপেও খেলতে চাই : গেইল

Must read

আবুধাবি : শনিবার ম্যাচের পর ডোয়েন ব্র্যাভোর সঙ্গে তাঁকেও গার্ড অফ অনার দিয়েছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটাররা। ফলে রটে গিয়েছিল ব্র্যাভোর মতো ক্রিস গেইলও দেশের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন। যদিও ‘ইউনিভার্স বস’ নিজেই জানিয়ে দিলেন, তিনি এখনও অবসরের কথা ঘোষণা করেননি!
গেইল আরও জানিয়েছেন, সুযোগ পেলে আগামী বছরের টি-২০ বিশ্বকাপেও তিনি খেলতে আগ্রহী। যদি সেই ডাক না আসে, তাহলে ঘরের মাঠ জামাইকাতে খেলেই ২২ গজকে তিনি বিদায় জানাবেন। ৪২ বছরে পা দেওয়া ক্যারিবিয়ান তারকার সাফ কথা, ‘‘আমি এখনও অবসর নিইনি। জামাইকাতে ঘরের দর্শকদের সামনে যদি অবসর নিতে পারি, তাহলে দারুণ হবে। দেখা যাক কী হয়। একান্তই যদি তা না হয়, তাহলে আমিও ব্র্যাভোর পথ অনুসরণ করব।’’

আরও পড়ুন-ভয়াবহ দূষণের জেরে দিল্লির হাসপাতালে বাড়ছে শ্বাসকষ্টে ভোগা রোগীর সংখ্যা

গেইল আরও বলেন, ‘‘আরও একটা বিশ্বকাপ খেলতে পারলে খুব ভাল হত। কিন্তু মনে হয় না সেই সুযোগ ওরা (ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড) আমাকে দেবে।’’ গতবারের চ্যাম্পিয়ন। অথচ এবারের টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল ওয়েস্ট ইন্ডিজ। গেইল বলছেন, ‘‘খুব হতাশার মধ্যে দিয়েই বিশ্বকাপ শেষ হল। আমি নিজের শেষ বিশ্বকাপ উপভোগ করতে চেয়েছিলাম। কিন্তু এটাই সম্ভবত আমার কেরিয়ারের সবচেয়ে খারাপ বিশ্বকাপ।’’

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৭৯টি টি-২০ ম্যাচ খেলেছেন গেইল। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে সব মিলিয়ে মোট ২২টি সেঞ্চুরি রয়েছে তাঁর। সবচেয়ে বেশি ছয় মারারও রেকর্ড রয়েছে গেইলের দখলে। সব মিলিয়ে তিনি অবসর নিলে, বিশ্ব ক্রিকেট হারাবে এক বর্ণময় চরিত্রকে।

Latest article