শিয়রে পুরভোট, বিজেপি ভাঙছে

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার : একুশের বিধানসভা ভোটে বিজেপির দুশো আসনের প্রত্যাশার ফানুস ফুটো হতে দেখেছে রাজ্যবাসী। আলিপুরদুয়ারে কিছুটা সম্মান ধরে রেখেছিল পাঁচটি বিধানসভা আসন জিতে। সেই জয় যে এত ক্ষণস্থায়ী হবে, তা স্বপ্নেও কল্পনা করতে পারেনি বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। বিধানসভা ভোট মিটতেই সপার্ষদ তৃণমূল কংগ্রেসে যোগ দেন দোর্দণ্ডপ্রতাপ সভাপতি তথা বিধানসভা ভোটে  জয়ের কারিগর গঙ্গাপ্রসাদ শর্মা, সঙ্গে সহসভাপতি, জেলা সম্পাদক ও আরও অনেকে। গঙ্গাপ্রসাদের দলত্যাগ যে জেলায় বিজেপির ক্ষতি করেছে, সম্প্রতি আলিপুরদুয়ার সফরে এসে তা স্বীকার করে গিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। তবে ভাঙন ঠেকাতে কোনও দাওয়াই দিতে পারেননি। কারণ গঙ্গার হাত ধরে শনিবার আবার বিজেপি ছেড়ে একঝাঁক কর্মী নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন জেলা বিজেপির সম্পাদক অর্জুন দেবনাথ। কিছুদিনের মধ্যেই আলিপুরদুয়ার ও ফালাকাটায় পুরভোট। তার আগে এই ভাঙন বিজেপিকে অনেক কমজোরি করে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।
অর্জুন বলেন, ‘‘দিল্লি থেকে বসে বাংলার মানুষকে প্রতারণা ছাড়া আর কিছুই করেনি বিজেপি, মানুষ যে দিদির  উন্নয়নের সঙ্গে আছে তা পরিষ্কার। মানুষের কাজ করতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।’’
বিজেপির ভাঙন প্রসঙ্গে গঙ্গাপ্রসাদ বলেন, ‘‘আলিপুরদুয়ার জেলায় বিজেপিকে ধুয়েমুছে সাফ করে দেব। মানুষ উন্নয়ন চায়, দিল্লির নেতাদের ভাষণ শুনতে চায় না।’’

আরও পড়ুন-ভয়াবহ দূষণের জেরে দিল্লির হাসপাতালে বাড়ছে শ্বাসকষ্টে ভোগা রোগীর সংখ্যা

Latest article