‘৭ দিনের মধ্যে এখানে জলের ব্যবস্থা করে দিতে বলব’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

জনসংযোগের ওপর জোর দিতেই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো আজ টাকি সফরে প্রথমেই যান খা পুকুর জুনিয়র প্রাইমারি স্কুলে।

Must read

জনসংযোগের ওপর জোর দিতেই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো আজ টাকি সফরে প্রথমেই যান খা পুকুর জুনিয়র প্রাইমারি স্কুলে। ছোট্ট ছেলেমেয়েদের হাতে এদিন তিনি তুলে দেন শীতের জামাকাপড়। তাঁদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন। মিড ডে মিল নিয়ে খোঁজ নেন।

এর পরে গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলেন তৃণমূলনেত্রী। সাধারণ মানুষের মাঝে বসে ট্যাংরা মাছের তরকারি দিয়ে ভাত খান এবং সকলের অভাব অভিযোগ শোনেন। এরপর তিনি সভা করেন খা পুকুর প্রগতি ময়দানে। সভামঞ্চ থেকে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের জলের প্রবলেম আছে, জানি। প্রীতি গোয়েলকে সুন্দরবনের চার্জ দেওয়া হচ্ছে। ৭ দিনের মধ্যে এখানে জলের ব্যবস্থা করে দিতে বলব।’

আরও পড়ুন-আলু কচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল, জলপথে এলাকা পরিদর্শন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

এরপর নদীবাঁধগুলির মেরামতি করতে সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এখানে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ হয়। একবারে সব সম্ভব নয়। নদীর পাড়গুলো ভাঙে বলে আমি নীতি আয়োগকে প্ল্যান পাঠিয়েছি। আমরা ১৫ কোটি ম্যানগ্রোভ গাছ লাগিয়েছি।’ মুখ্যমন্ত্রীর আশ্বাস দেন, ‘কয়েকদিনের মধ্যেই কালীবাড়ি থেকে সিতুলিয়ার রাস্তাটা করে দেব।’

আরও পড়ুন-পঞ্চম ‘দুয়ারে সরকারে’র সময়সীমা বেড়ে গেল

প্রসঙ্গত সুন্দরবন সফরে প্রশাসনিক কাজকর্ম তো ছিলই পাশাপাশি জনসংযোগ এর ওপর জোর দিতেও দেখা গেল তৃণমূলনেত্রীকে। গত মঙ্গলবার তিনি বনবিবির মন্দিরে পুজো দিয়েছিলেন।

Latest article