মায়ামি, ১২ জুলাই : নতুন চ্যালেঞ্জের জন্য তিনি প্রস্তুত। মার্কিন মুলুকে পা দিয়েই জানিয়ে দিলেন লিওনেল মেসি (Inter Miami- Lionel Messi)। মঙ্গলবার ভারতীয় সময় গভীর রাতে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জি ও তিন সন্তানের সঙ্গে মায়ামির লভারডেলে পৌঁছে গেলেন আর্জেন্টাইন মহাতারকা। আর্জেন্টিনার একটি টিভি চ্যানেলের ফুটেজে দেখা গিয়েছে, প্রাইভেট জেট থেকে ফ্লোরিডা বিমানবন্দরে পা রাখছেন মেসি। এরপর সপরিবারে গাড়িতে উঠছেন।
ওই টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মেসিকে বলতে শোনা গিয়েছে, ‘‘নিজের সিদ্ধান্তে আমি খুশি। নতুন চ্যালেঞ্জের জন্য আমি পুরোপুরি প্রস্তুত। আমার মানসিকতায় কোনও পরিবর্তন হচ্ছে না। যখন যেখানে খেলেছি, নিজের সেরাটা উজাড় করে দিয়েছি। নতুন ক্লাবের হয়েও নিজের সেরাটাই দেব। সর্বোচ্চ পর্যায়ের পারফর্ম করার চেষ্টা করব।’’
আরও পড়ুন-ন্যাটোয় সুইডেনের যোগদানে কোনও আপত্তি নেই তুরস্কের
এদিকে, ইউরোপিয়ান ক্লাব ফুটবলের পাঠ চুকিয়ে ইন্টার মায়ামিতে (Inter Miami- Lionel Messi) যোগ দেওয়ার পর থেকেই মেসি-জ্বরে ভুগছে গোটা আমেরিকা। মেসিকে বরণ করতে মায়ামিজুড়ে এই মুহূর্তে তুমুল উন্মাদনা। আর্জেন্টাইন মহাতারকার নতুন ক্লাব ইন্টার মায়ামি জানিয়ে দিয়েছে, আগামী রবিবার (১৬ জুলাই) মেসিকে আনুষ্ঠানিকভাবে সমর্থকদের সামনে আনা হবে। মেসিকে নিয়ে সেদিন জমকালো অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে ইন্টার মায়ামি কর্তৃপক্ষের। মেসি মাঠের মাঝে দাঁড়িয়ে বক্তব্য রাখবেন। সমর্থকদের সঙ্গে আলাদা করে কথাও বলবেন। এছাড়াও থাকছে বিনোদনের ঢালাও ব্যবস্থা। সব মিলিয়ে মেসির রাজকীয় বরণে কোনও ত্রুটি রাখতে চায় না ইন্টার মায়ামি। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ জুলাই নতুন ক্লাবের জার্সি গায়ে চাপিয়ে প্রথমবার মাঠে নামবেন মেসি। ওই ম্যাচে ইন্টার মায়ামির প্রতিপক্ষ মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুল।