ন্যাটোর বৈঠকেও অ্যাসেজের উত্তাপ

Must read

ভিলনিয়াস, ১২ জুলাই : লিথুয়ানিয়াতে ন্যাটোর বৈঠকে অ্যাসেজ নিয়ে বাক্‌যুদ্ধে জড়ালেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনক ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ (Rishi Sunak- Anthony Albanese)। তবে পুরোটাই মজার ছলে।
শুরুটা করেন আলবানিজ (Rishi Sunak- Anthony Albanese)। তিনি সুনককে একটি কাগজের টুকরো উপহার দেন। যাতে বড় বড় হরফে লেখা ছিল ২-১। অ্যাসেজে এই মুহূর্তে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। সুনকও অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীকে লিডস টেস্ট জয়ের পর ইংল্যান্ডের দুই ক্রিকেটার ক্রিস ওকস ও মার্ক উডের উচ্ছ্বাসের ছবি উপহার দেন। আলবানিজও থেমে থাকেননি। তিনিও ইংল্যান্ডের প্রধানমন্ত্রীকে অ্যাসেজের দ্বিতীয় টেস্টে জনি বেয়ারস্টোর বিতর্কিত রান আউটের ছবি। সুনকও হাল ছাড়ার বান্দা নন। তিনি বলেন, ‘‘দুঃখিত, আমি আপনার জন্য শিরিষ কাগজ আনতে ভুলে গিয়েছি।’’ প্রসঙ্গত, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে শিরিষ কাগজ দিয়ে বল বিকৃতি করে নির্বাসিত হয়েছিলেন তিন অস্ট্রেলীয় ক্রিকেটার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফ্ট। এর পরেই অবশ্য দুই প্রধানমন্ত্রী হাসিমুখে একসঙ্গে ছবি তোলেন।

আরও পড়ুন- নতুন ক্লাবের জার্সিতে সেরাটাই দেব : মেসি

Latest article