আন্তর্জাতিক

ইস্তফা দেব না, হুমকি ইমরানের

প্রতিবেদন : কথায় বলে ভাঙবে তবু মচকাবে না। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থাটা তেমনই। ২৪ ঘণ্টা আগে অনাস্থা প্রস্তাব নিয়ে দেশের সুপ্রিম কোর্টের কাছে প্রবল ধাক্কা খেয়েছেন। অঙ্কের হিসাবে শনিবার জাতীয় সংসদের নিম্নকক্ষে কোনওভাবেই আস্থা ভোটে জিততে পারবেন না তিনি তার পরেও শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ইস্তফা দেওয়ার প্রশ্নই ওঠে না। অনাস্থা প্রস্তাবের মোকাবিলা করব। ইস্তফা দেওয়া মানে বিদেশি শক্তির ষড়যন্ত্র সফল হতে সাহায্য করা। আমি সেটা কখনওই হতে দেব না। পাকিস্তানের মানুষের উন্নতির জন্যই আমি রাজনীতিতে এসেছি। দেশের মানুষ জানেন, আমার সরকার দেশের উন্নয়নের জন্য কী কাজ করেছে। আমি কখনও কোনও চাপের কাছে মাথা নোয়াইনি। ভবিষ্যতেও নোয়াব না।

আরও পড়ুন-তেওয়াটিয়ার জোড়া ছক্কায় জয় গুজরাটের

বৃহস্পতিবার রাতে পাক সুপ্রিম কোর্ট সংসদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরির বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারিজ করার সিন্ধান্তকে অসাংবিধানিক বলে জানায়। একই সঙ্গে ৯ এপ্রিল শনিবার নতুন করে আস্থা ভোট নেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনে শনিবার পাক সংসদে বিশেষ অধিবেশন বসতে চলেছে। সাংসদ সংখ্যার বিচারে ইমরান সরকার যে গরিষ্ঠতা হারিয়েছে সেটা স্পষ্ট। তাঁর নিজের দলেরই বেশ কয়েকজন সাংসদ বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছেন। ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের সাংসদ সংখ্যা ১৫৫। পাক সংসদের নিম্নকক্ষের সদস্য সংখ্যা ৩৪২। সরকার গড়ার জাদু সংখ্যা ১৭২। এতদিন ইমরান দুই শরিক দলকে পাশে নিয়ে সরকার চালিয়েছেন।

আরও পড়ুন-যোগীরাজ্যে প্রকাশ্যে ধর্ষণের হুমকি

কিন্তু শরিকরা আগেই সরে গিয়েছে। কাজেই সংখ্যার বিচারে ইমরান সরকারের পতন অবশ্যম্ভাবী। ইমরান যতই দেশের উন্নয়নের কথা বলুন না কেন, বাস্তবে সে দেশের আর্থিক পরিস্থিতি খুবই বেহাল। স্বাভাবিক ভাবেই ইমরান সরকারের উপর মানুষ ক্ষুব্ধ। সাম্প্রতিক কিছু কাজে ইমরান চটিয়েছেন দেশের সেনাবাহিনীকেও। তাই সরকার ধরে রাখা ইমরানের পক্ষে সম্ভব নয়। এই অবস্থায় ইমরান ঘনিষ্ঠ কয়েকজন নেতা তাঁকে পদত্যাগ করার প্রস্তাব দিয়েছিলেন বলে সূত্রের খবর। কিন্তু ইমরান সেই প্রস্তাব উড়িয়ে দিয়েছেন। পাল্টা হুমকি দিয়ে বলেছেন, তিনি অনাস্থা মোকাবিলা করবেন। শুক্রবার তিনি জাতীর উদ্দেশে ভাষণ দেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু রাত সাড়ে আটটা পর্যন্ত ইমরান কোনও ভাষণ দেননি। রাজনৈতিক মহল মনে করছে, জাতীর উদ্দেশে ভাষণ দেওয়ার সময়ই ইমরান পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন।

Jago Bangla

Recent Posts

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

3 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

28 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago