শেষ সুযোগ ভেবেই খেলব : হরমনপ্রীত

হকি বিশ্বকাপ

Must read

রাউরকেল্লা, ১১ জানুয়ারি : বাকি আর মাত্র দু’দিন। শুক্রবার থেকে ভারতের মাটিতে শুরু হয়ে যাচ্ছে ছেলেদের হকি বিশ্বকাপ। মেগা টুর্নামেন্ট আয়োজন নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। ভুবনেশ্বর ও রাউরকেল্লায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলি। ১৬টি দল বিশ্বসেরার ট্রফি জয়ের লক্ষ্যে লড়াই করবে। ৪৭ বছর পর বিশ্বকাপ জয়ের খরা কাটানোর সুযোগ ভারতের সামনে।
ভারতীয় দল রাউরকেল্লায় প্রস্তুতি নিচ্ছে। সেখানেই গ্রুপ পর্বে প্রথম দু’টি ম্যাচ খেলবেন পিআর শ্রীজেশরা। ভারতের গ্রুপে রয়েছে স্পেন, ইংল্যান্ড ও ওয়েলস। উদ্বোধনী দিনেই স্পেনের মুখোমুখি ভারত। অধিনায়ক হরমনপ্রীত সিং (Harmanpreet Singh) বললেন, ‘‘টোকিও অলিম্পিক থেকে আমরা অনেক কিছুই শিখেছি। আমাদের উপর প্রত্যাশার চাপ যেমন রয়েছে, তেমনই টোকিওর সাফল্য বাড়িয়েছে আত্মবিশ্বাস। তাই দায়িত্ব বেড়েছে। দেশের মাটিতে পরের বিশ্বকাপ আবার আমরা কবে খেলব, কেউ জানি না। এটা হয়তো আমাদের কাছে শেষ সুযোগ। তাই দেশের মানুষের সমর্থন নিয়ে ঘরের মাঠে খেলার সুবিধাটা নিতে চাই।’’

আরও পড়ুন-ইডেনে সেই আমেজ, সামনে শ্রীলঙ্কা

হরমনপ্রীত (Harmanpreet Singh) আরও বলেন, ‘‘টোকিও অলিম্পিকেও আমরা শপথ নিয়েছিলাম, পদক জিতে ফিরব। সেটা আমরা করেছি। এর পর প্রতি টুর্নামেন্টেই পোডিয়াম ফিনিশের লক্ষ্য নিয়ে এগিয়েছি। এবারও আমরা লক্ষ্য থেকে সরছি না।’’ নিজে দলের এক নম্বর ড্র্যাগ ফ্লিকার, ডিফেন্ডার আবার অধিনায়কও। এতগুলো দায়িত্ব সামলাতে হলেও চাপ অনুভব করেন না হরমনপ্রীত। শ্রীজেশ, মনপ্রীত সিংয়ের মতো সিনিয়ররা দলে থাকায় কাজটা সহজ হয় বলে জানালেন তিনি।

Latest article