ব্যুরো রিপোর্ট : চা-শ্রমিকদের প্রতি কেন্দ্রের একের পর এক বঞ্চনা। এর প্রতিবাদের দ্বিতীয় দফার আন্দোলনের শেষ দিন গর্জে উঠলেন প্রতিবাদরত চা-শ্রমিকেরা। শ্রমিকদের পিএফ সমস্যা সমাধানের দাবি-সহ একাধিক দাবিতে গত ১ মার্চ থেকে উত্তরের চা-বলয়ে বিজেপি বিধায়ক ও সাংসদের বাড়ির সামনে ধরনা অবস্থান করেছেন আইএনটিটিইউসি অনুমোদিত চা-শ্রমিক ইউনিয়নের সদস্যরা। শিলিগুড়ি, আলিপুরদুয়ার জলপাইগুড়িতে অবস্থানে শেষ দিনে গর্জে উঠলেন শ্রমিকেরা।
আরও পড়ুন-শরণার্থী সমস্যা মেটাতে নতুন আইন আনছে ব্রিটেন
কেন্দ্রের বঞ্চনার শেষ দেখার অঙ্গীকার নিয়ে আপাতত দ্বিতীয় দফার ধরনা শেষ করলেন তাঁরা। এদিন শিলিগুড়িতে বিজেপি সাংসদ রাজু বিস্তের আবাসনের সামনে ও বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনের বাড়ির সামনে বিক্ষোভ প্রকাশ করেন আইএনটিটিইউসির দার্জিলিং জেলা সভাপতি নির্জল দে। ছিলেন সৌম্য মজুমদার, প্রবীর দত্ত, প্রদীপ মজুমদার, শ্যাম যাদব, নরসিং মাহাত। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ভাটপাড়া চা বাগানে বিজেপি বিধায়ক বিশাল লামার বাড়ির সামনে চলছে ধরনা। তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র ওরাওঁ জানান, চা-শ্রমিকদের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন কর্মসূচি চলবে।
আরও পড়ুন-রেকর্ড গরমের আশঙ্কায় তড়িঘড়ি বৈঠক প্রধানমন্ত্রীর
জলপাইগুড়িতে আইএনটিটিইউসির জেলা সভাপতি রাজেশ লাকড়া তাঁর বক্তব্যে বলেন, যতদিন না পর্যন্ত চা-শ্রমিকরা তাঁদের ন্যায্য পাওনা পাচ্ছেন ততদিন পর্যন্ত তাঁরা দফায় দফায় এই আন্দোলন চালিয়ে যাবেন। অবস্থানে উপস্থিত ছিলেন রাজু গুরুং, সাগর গুরুং। ফালাকাটা বিজেপি বিধায়কের বাড়ির সামনে একের পর এক বঞ্চনার পোস্টার লিখে ধরনায় বসেন চা-শ্রমিকেরা। এই সভা থেকেই বৃহত্তর আন্দোলনের ডাক দেন তাঁরা। শ্রমিকদের দাবি আদায় হবেই এই অঙ্গীকার নিয়ে শেষ দ্বিতীয় দফার আন্দোলন।