৫ অগাস্ট ইডেন পরিদর্শনে আইসিসি

Must read

প্রতিবেদন : বিশ্বকাপের একটি সেমিফাইনাল-সহ পাঁচটি ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে (ICC- Eden Gardens)। মেগা টুর্নামেন্টের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ৫ অগাস্ট ইডেন পরিদর্শনে আসছে আইসিসি প্রতিনিধিদল। সঙ্গে থাকবেন বিসিসিআই (BCCI) প্রতিনিধিরাও।
শেষবার ২০১১ বিশ্বকাপের আগে ইডেন গার্ডেন্সের (ICC- Eden Gardens) আমূল সংস্কার হয়েছিল। কিন্তু বিশ্বকাপের আগে ঠিক সময়ে কাজ শেষ করতে না পারায় টুর্নামেন্টের শুরুতে ভারত-ইংল্যান্ড ম্যাচ ইডেন থেকে সরিয়ে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। যা নিয়ে সেবার তুমুল বিতর্ক হলেও মুখ পোড়ে সিএবি-র। এবার অবশ্য বড় কোনও সংস্কারে হাত দেননি কর্তারা। ক্লাব হাউস, ড্রেসিংরুম সংস্কারের পাশাপাশি হাইকোর্ট প্রান্তে গ্যালারির চারটি ব্লকের উপর আচ্ছাদন বা ছাদ বসানো হচ্ছে।
এবার বিশ্বকাপের সব কেন্দ্রের মান উন্নয়নের উপর জোর দিয়েছে বিসিসিআই। তাই আইসিসি কর্তাদের সঙ্গে বোর্ডও দেখে নিতে চায় বিশ্বকাপ ভেনুগুলির সংস্কারের কাজ কীভাবে এগোচ্ছে।
সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বললেন, ‘‘এবার আমরা ইডেন সংস্কারের কাজ আইপিএল শেষ হতেই শুরু করে দিয়েছি। প্রায় সাড়ে চার মাস সময়ের মধ্যেই সংস্কারের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। স্টেডিয়াম সংস্কারের নতুন নকশা দেখে খুশি হয়েছে বোর্ড। আইসিসি কর্তাদের সঙ্গে বোর্ড কর্তারাও এবার স্বচক্ষে দেখে নেবেন, কীভাবে ইডেনকে নতুনভাবে সাজিয়ে তুলছি। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশের সঙ্গেও বৈঠক করব আমরা।’’

আরও পড়ুন- এশিয়াডে ভারতের গ্রুপে চিন-বাংলাদেশ

Latest article