বাংলায় আসছেন বহু পর্যটক

Must read

প্রতিবেদন : রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোর মানোন্নয়ন এবং পর্যটন নিয়ে লাগাতার প্রচারের ফলে অন্যান্য রাজ্যের পর্যটকের পাশাপাশি ভিনদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। চলতি অর্থবছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত রাজ্যে ৬ কোটি ৭৭ লক্ষ পর্যটক এসেছেন। এর মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যা ১১ লক্ষ ৬১ হাজার। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ রাজ্যের পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয় (Minister Babul Supriyo) একথা জানিয়েছেন। তিনি জানান, বিদেশি পর্যটকের সমাগমের নিরিখে রাজ্য দেশের মধ্যে ৫ম স্থানে রয়েছে। অন্যদিকে পর্যটন কেন্দ্রে স্থানীয় পর্যটক সমাগমের নিরিখে দেশের মধ্যে রাজ্যের স্থান ষষ্ঠ। পর্যটনমন্ত্রী বলেন, রাজ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। যেখানে পর্যটকরা যেতে পারেন। কিন্তু প্রচারের অভাবে সেই সব জায়গা সম্পর্কে মানুষ জানতে পারেন না। বর্তমানে এই নিয়ে প্রচার অনেকে বেড়েছে। পর্যটকদের সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে অনেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্যে নানা স্বল্প পরিচিত পর্যটন কেন্দ্রে হোম স্টে তৈরি করে রাজ্য অভূতপূর্ব সাফল্য পেয়েছে। ইতিমধ্যে রাজ্যে ২,২৪৭টি হোম স্টে তৈরি হয়েছে। হোম স্টেতে রাজ্য সরকারের পক্ষ থেকে ১ লক্ষ টাকা করে ভরতুকি দেওয়া হচ্ছে। এ বাবদ রাজ্য সরকার ১০ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয় করেছে। পর্যটকদের সুবিধার জন্য ৭০টি পথসাথী তৈরি করা হয়েছে বলে মন্ত্রী (Minister Babul Supriyo) জানান।

আরও পড়ুন- ভাঙড়়কে ঘিরে নতুন সাতটি থানা

Latest article