ভারত গৌরব রতন টাটা

Must read

প্রতিবেদন : ১ অগাস্ট ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠাদিবসে এবার ভারত গৌরব সম্মান পাচ্ছেন রতন টাটা (East Bengal Day- Ratan Tata)। প্রতিবছরই ইস্টবেঙ্গল দিবসে বিশেষ ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মানিত করা হয়। এই বছর রতন টাটাকে ক্লাবের তরফে সর্বোচ্চ সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় ফুটবলে টাটার ভূমিকা বিশাল। টাটা (East Bengal Day- Ratan Tata) ফুটবল অ্যাকাডেমি বা টিএফএ দেশের অন্যতম সেরা ফুটবল অ্যাকাডেমি। বছরের পর বছর বহু কৃতী ফুটবলার উঠে এসেছে ভারতীয় ফুটবলে। ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে খেলেছেন টিএফএ থেকে উঠে আসা অন্তত ২৮ জন ফুটবলার। ক্লাব কর্তা দেবব্রত সরকার বলেন, ‘‘আমরা এই বছর রতন টাটাকে ভারত গৌরব সম্মান দিচ্ছি। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে ওঁর যা অবদান তাতে উনি আমাদের কাছে সম্রাট। আগামী বছর নীতা আম্বানিকে এই সম্মান দেওয়ার কথা ভাবছি। ১ অগাস্ট অনুষ্ঠানে রতন টাটা থাকতে না পারলে আমরা ওঁর কাছে গিয়ে সম্মান তুলে দেব।’’ ক্লাবের প্রতিষ্ঠাদিবসে জীবনকৃতি সম্মান দেওয়া হবে প্রাক্তন গোলরক্ষক তরুণ বসু এবং ক্রিকেটার অরূপ ভট্টাচার্যকে।

আরও পড়ুন- ৫ অগাস্ট ইডেন পরিদর্শনে আইসিসি

Latest article