মোদি হ্যায় তো বেরোজগারি হ্যায়

দেশে কর্মসংস্থানের পরিস্থিতি শোচনীয়। ব্যাপক বাড়ছে বেকারি। সিএমআইই-র রিপোর্ট অনুযায়ী, অক্টোবরে বেকারত্বের হার গত দু বছরের মধ্যে সর্বোচ্চ।

Must read

প্রতিবেদন : দেশে কর্মসংস্থানের পরিস্থিতি শোচনীয়। ব্যাপক বাড়ছে বেকারি। সিএমআইই-র রিপোর্ট অনুযায়ী, অক্টোবরে বেকারত্বের হার গত দু বছরের মধ্যে সর্বোচ্চ। এই প্রথম ১০ শতাংশের গন্ডি ছুঁল দেশের বেকারত্বের হার। ২০২১ সালের মে মাসের পর অক্টোবরেই সর্বোচ্চ স্তর ছুয়েছে বেকারত্ব। তৃণমূল কংগ্রেসের সামাজিক মাধ্যমে সিএমআইইর পরিসংখ্যান তুলে ধরে কর্মসংস্থানের দুর্দশা তুলে ধরা হল। তৃণমূলের কটাক্ষ, মন্দা এবং মুদ্রাস্ফীতির মধ্যে মোদি সরকার ভারতের যুবকদের জন্য বেরোজগারির নয়া দৃষ্টান্ত তৈরি করেছে।

আরও পড়ুন-পাঁচ রাজ্যে ভোটের মুখে দেশে বেকারত্ব বেড়ে গেল ১০.০৯% , ২ কোটি চাকরির ভাঁওতাবাজি ফাঁস

প্রধানমন্ত্রী মোদি হাজার হাজার প্রমোশন লেটার বিতরণ করে স্টান্ট করছেন ‘নতুন নিয়োগ’ হিসাবে দেখিয়ে স্টান্টবাজি করেছেন। এটি সেই লোকদের প্রতি নিষ্ঠুর তামাশা, যারা বছরের পর বছর ধরে চাকরির জন্য অপেক্ষা করছে। একদিকে যখন সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির তথ্য অনুযায়ী, দেশের শ্রমবাজারের রিপোর্ট এই দাবি করছে, সেখানে সরকার প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছিল, অর্থনৈতিক বৃদ্ধির ফলে ভারতে কর্মসংস্থান বেড়েছে! প্রধানমন্ত্রী দেশের যুবসমাজের কাছে বছরে ২ কোটি চাকরির মিথ্যে স্বপ্ন ফেরি করেছিলেন। বর্তমান পরিস্থিতিই বুঝিয়ে দিচ্ছে এই সরকার প্রতিশ্রুতি পূরণে পুরোপুরি ব্যর্থ।

Latest article