কেরালায় ৫ বছরের মেয়েকে অপহরণ, ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তি

এর্নাকুলাম পকসো আদালতের বিচারক কে সোমান এই মামলার রায় ঘোষণা করেন। শাস্তির পরিমাণ সংক্রান্ত বিষয় নিয়ে শুনানি হবে ৯ নভেম্বর।

Must read

কেরালার ( Kerala) এর্নাকুলাম জেলায় একটি ৫ বছর বয়সী মেয়েকে অপহরণ, ধর্ষণ এবং হত্যার অভিযোগে আসাফাক আসলাম নামে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। এর্নাকুলাম পকসো আদালতের বিচারক কে সোমান এই মামলার রায় ঘোষণা করেন। শাস্তির পরিমাণ সংক্রান্ত বিষয় নিয়ে শুনানি হবে ৯ নভেম্বর।

আরও পড়ুন-মোদি হ্যায় তো বেরোজগারি হ্যায়

প্রসিকিউশন জানিয়েছে যে আদালত আসফাক আসলামকে এই ঘটনার ফলে ১৬টি ধারার অধীনে দোষী সাব্যস্ত করেছে। গত ২৮ জুলাই এক প্রবাসী পরিবারের ৫ বছরের মেয়েকে অপহরণ করে আসফাক আলম। পরের দিন সকালে আলুভার কাছে একটি স্থানীয় বাজারের পিছনে জলাভূমিতে একটি বস্তা পাওয়া যায়। পুলিশে খবর দেওয়া হলে বস্তার মধ্যে তার লাশ পাওয়া যায়। দেহ পাওয়ার পর জানা গিয়েছে, মৃত্যুর আগে নির্যাতন করে তাকে ধর্ষণ করা হয়। পুলিশ ৩০ দিনের মধ্যে মামলার তদন্ত শেষ করে চার্জশিট দেয়। অভিযোগপত্র দাখিলের ২৬ দিনের মধ্যে বিচার কাজ শেষ হয়। এই বিষয়ে অপরাধের শততম দিনে এই রায় ঘোষণা করা হয়।

Latest article