পাক পুলিশের হাতে গ্রেফতার ইমরান খান, ৩ বছরের জেল

Must read

তোষাখানা মামলায় গ্রেফতার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। এই মামলায় পাকিস্তানের নিম্ন আদালতে শনিবার প্রথমে দোষী সাব্যস্ত ও পরে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল পাকিস্তান তেহরিক ই ইনসাফ দলের চেয়ারম্যান ইমরান খানকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, আদালতের তরফে তিন বছরের সাজা ঘোষণার পর ইমরানকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পাকিস্তান পুলিশ।

একই সঙ্গে ইমরানকে (Imran Khan ) ৫ বছরের জন্য রাজনীতি থেকে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। এর ফলে আগামী ৫ বছর ইমরান কোন নির্বাচনে লড়তে পারবেন না। এছাড়াও পাকিস্তানের রাজনীতি থেকে তাঁকে ৫ বছরের জন্য দূরে থাকতে হবে।

আরও পড়ুন: কুকি-মেইতেই সংঘর্ষে ফের উত্তপ্ত মণিপুর, নিহত ৩, একাধিক বাড়িতে আগুন

২০২২ সালের এপ্রিলে পাকিস্তানে সংসদ ভবনে অনাস্থা ভোটে ইমরান খানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হয়েছিল। এর পর ওই বছরের নভেম্বর মাসে ‘হত্যার উদ্দেশ্যে’ ইমরান খানের উপর হামলা হয় বলে অভিযোগ উঠেছিল। হামলার পিছনে একজন সামরিক কর্মকর্তা, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রীর হাত রয়েছে বলে অভিযোগ করেছিলেন ইমরান খান। যদিও এ অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছিল সংশ্লিষ্ট সব তরফেই।

Latest article