প্রতিবেদন : ফের বিতর্কিত মন্তব্য করলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর ইমরান খান। ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে ইমরান বলেন, বিজেপি ক্ষমতায় থাকলে দু’দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়। ভারত-পাকিস্তানের মধ্যে শান্তিও ফিরবে না।
আরও পড়ুন-কাতার বিশ্বকাপ বয়কটের ডাক বিজেপি নেতার
ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান বলেন, যতদিন ভারতে জাতীয়তাবাদী শক্তি বিজেপি ক্ষমতায় রয়েছে ততদিন দু’দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠা সম্ভব নয়। তবে দু’দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠলে আর্থিকভাবে লাভবান হবে সীমান্তের দুই পারই। কিন্তু কাশ্মীর নিয়ে নয়াদিল্লির কড়া অবস্থানই সেই পথে প্রধান বাধা। দিল্লির বিজেপি সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক প্রায় ছিন্ন করতে পাকিস্তানকে বাধ্য করেছে। উল্লেখ্য, কিছুদিন আগেই ভারতের বিদেশনীতির ভূয়সী প্রশংসা করেছিলেন ইমরান। আচমকাই তাঁর এই ভোলবদল বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।