প্রতিবেদন : সাইফার মামলায় অভিযুক্ত ও জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) মৃত্যুদণ্ড হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর বোন আলিমা খান। তিনি বলেছেন, এক্ষেত্রে তিনি ন্যায়বিচারের আশা দেখছেন না। আদিলিয়া কারাগারে ভাইয়ের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের কাছে আলিমা খান আরও বলেন, আদালত রুমের মধ্যেই ছোট ঘর তৈরি করা হয়েছে। কোন ভয়ের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে তা তিনি বুঝতে পারছেন না। ইমরানের (Imran Khan) বোন বলেন, কারাগারের মধ্যে বিশেষ আদালত বসিয়ে যে বিচার চলছে তাতে সংবাদমাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এভাবে সুষ্ঠু বিচার হতে পারে না। এমন পরিস্থিতিতে মনে হচ্ছে আমরা আমাদের দেশে নেই। অন্য কোনও দেশে বিচার হচ্ছে। উল্লেখ্য, আদিলিয়া কারাগারেই বন্দি রয়েছেন ইমরান খান। কয়েকদিন আগে সাইফার মামলায় অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের অধীনে ইমরান খানকে অভিযুক্ত করেছে বিশেষ আদালত। এবার এই মামলায় বিচারের নামে প্রহসন ও মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হতে পারে বলে আশঙ্কা ইমরানের বোনের।
আরও পড়ুন-৩৭০ ধারা প্রত্যাহার ‘বিরক্তিকর’, সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনা প্রাক্তন বিচারপতি নরিম্যানের