মাওবাদী ডেরায় এনআইএ হানা, উদ্ধার অস্ত্র ও সেনার পোশাক

Must read

প্রতিবেদন : মাওবাদী বিরোধী অভিযানে নেমে ব্যাপক ধরপাকড় করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ এবং দিল্লির মোট ২৩টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও সেনার পোশাক। এই ঘটনায় ২ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতারও করেছে তদন্তকারীরা।
এনআইএ (NIA) সূত্রে খবর, গোপন খবরের ভিত্তিতে চার রাজ্যে নিষিদ্ধ মাওবাদী সংগঠন ‘পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া’ (পিএলএফআই)-এর গোপন ডেরায় চালানো হয় অভিযান। ‘ঝাড়খণ্ড লিবারেশন টাইগার্স’ নামে পরিচিত পিএলএফআই আদতে সিপিআই (মাওবাদী)-র একটি দলছুট গোষ্ঠী। মূলত ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহারে এই সংগঠন সক্রিয়। এই গোষ্ঠীর বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে জোর করে তোলা আদায়ের বেশ কিছু অভিযোগ রয়েছে। ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ এবং দিল্লির ২৩ টি জায়গায় তল্লাশি অভিযানে নেমে পিস্তল, কার্তুজ, বিস্ফোরকের পাশাপাশি সোনার গয়না, নগদ তিন লক্ষ টাকা, বৈদ্যুতিন সরঞ্জাম এবং নথিপত্র উদ্ধার হয়েছে। তদন্তকারীদের অনুমান দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের আগে সেনার উর্দিতে নাশকতার পরিকল্পনা ছিল মাওবাদীদের। এনআইএ সূত্রের খবর, ঝাড়খণ্ডের গুমলা, রাঁচি, সিমডেগা, খুঁটি, পলামু, পশ্চিম সিংভূম জেলার মোট ১৯টি ঠিকানায় তল্লাশি অভিযান হয়েছে। এ ছাড়া দিল্লির দু’টি ঠিকানা এবং মধ্যপ্রদেশের সিধি এবং বিহারের পটনাতেও হানা দেয় তদন্তকারী দল।

আরও পড়ুন- ৩৭০ ধারা প্রত্যাহার ‘বিরক্তিকর’, সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনা প্রাক্তন বিচারপতি নরিম্যানের

Latest article