সংবাদদাতা, মালদহ : বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য হল ‘জব ফেয়ার’। মালদহ পলিটেকনিক কলেজে। উদ্বোধন করেন রাজ্য প্রযুক্তি, প্রশিক্ষণ ও কারিগরি উন্নয়ন দফতরের মন্ত্রী হুমায়ুন কবির। এদিন মালদহ জেলার আইটিআই পলিটেকনিক, বিটেক ও টেট-উত্তীর্ণ যুবক-যুবতীরা এই চাকরিমেলায় অংশ নেন। মূলত কারিগরি দফতর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের জন্য এই মেলা বলে জানা গিয়েছে। মালদহ জেলা ছাড়াও দুই দিনাজপুর জেলার ছাত্রছাত্রীরাও অংশ নেন।
আরও পড়ুন-‘সুকান্ত বলেছেন বিজেপি ক্ষমতায় আসতে প্রস্তুত নয়, একথা তো আমরা আগেই বলেছি’ তোপ কুণাল ঘোষের
প্রাথমিকভাবে প্রত্যেকের নাম নথিভুক্তির পর হয় ইন্টারভিউ। দেশ-বিদেশ ও জেলার ৪৬টি নামীদামি সংস্থা ক্যাম্পাসিং করে নিয়োগপত্র তুলে দেয়। চাকরিমেলার মাধ্যমে এদিন আড়াই হাজার ছাত্রছাত্রীর কর্মসংস্থান হয়। বাংলার বাইরের কোম্পানিগুলি থাকাখাওয়া-সহ মোটা অঙ্কের মাইনে দিয়ে নিয়োগপত্র দিয়েছে বলে জানা গিয়েছে। প্রযুক্তি, প্রশিক্ষণ ও কারিগরি উন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, চাকরিমেলার মাধ্যমে রাজ্য জুড়ে এক লাখ ছেলেমেয়ের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এর মাধ্যমে ৩৫ হাজার কর্মসংস্থান হয়েছে। রাজ্যের ২৩ জেলায় চাকরিমেলার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার।
পাশাপাশি কারিগরি শিক্ষা আরও বেশি করে ছড়িয়ে দিতে নতুন করে রাজ্যে আরও ২০টি নতুন আইটিআই কলেজের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বর্তমানে রাজ্যে ২৭৮টি আইটিআই কলেজ রয়েছে। জব ফেয়ারকে কেন্দ্র করে এদিন একটি আলোচনাসভার আয়োজন করে প্রযুক্তি, প্রশিক্ষণ ও কারিগরি উন্নয়ন দফতর। ছিলেন মন্ত্রী হুমায়ুন কবির, জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অমিতাভ মাইতি, বিধায়ক আবদুর রহিম বক্সি, চন্দনা সরকার, সমর মুখোপাধ্যায়-সহ বিভিন্ন কোম্পানির প্রতিনিধি ও শিল্পপতিরা। হুমায়ুন জানান, জব ফেয়ারের মাধ্যমে ২৫০০ ছাত্রছাত্রীর কর্মসংস্থানের সুযোগ মিলেছে। রাজ্যে মোট এক লাখ ছেলেমেয়ের কর্মসংস্থান হবে।