প্রতিবেদন : অবিবাহিত মায়ের সন্তানদের অধিকার প্রসঙ্গে এক যুগান্তকারী রায় দিল কেরল হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্ট তার নির্দেশে জানিয়েছে, অবিবাহিত মায়ের সন্তানের ক্ষেত্রে পরিচয়ের শংসাপত্রে মায়ের নামই যথেষ্ট। বাবার পরিচয় জরুরি নয়। অবিবাহিত মহিলার সন্তানদের দেশের অন্য নাগরিকদের মতোই মৌলিক অধিকার থাকবে।
আরও পড়ুন-অপব্যবহারের অভিযোগ
সম্প্রতি এক ব্যক্তি তাঁর অধিকার আদায়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। ওই ব্যক্তির মা বিয়ের আগেই তাঁর জন্ম দিয়েছিলেন। তাঁর পরিচয়পত্রের তিনটি নথিতে বাবার নাম ছিল আলাদা। ওই ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি পি ভি কুনহিকৃষ্ণন বলেন, অবিবাহিত বা ধর্ষিতা মায়ের সন্তানরা পরিচয়ের শংসাপত্রে শুধুমাত্র মায়ের নাম উল্লেখ করতে পারবেন। তাঁরা দেশের অন্য নাগরিকদের মতোই গোপনীয়তা, স্বাধীনতা, মর্যাদা-সহ সব ধরনের মৌলিক অধিকার ভোগ করতে পারবেন। এ ধরনের সন্তানদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার কারও কোনও অধিকার নেই। যদি কেউ হস্তক্ষেপ করে তাহলে আদালত ও সংবিধান তার মৌলিক অধিকার সুরক্ষিত করবে। কেরল হাইকোর্টের বিচারপতি কুনহিকৃষ্ণন রায় দিতে গিয়ে মহাভারতের কর্ণের পরিচয় প্রসঙ্গও উল্লেখ করেন।