ডেবরার প্রস্তুতিসভায় লোকসভা ভোটে একজোট হয়ে লড়ার বার্তা দিলেন সুব্রত

১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। তার আগে জেলায় জেলায় চলছে তার প্রস্তুতিসভা।

Must read

সংবাদদাতা, ডেবরা : ১০ মার্চ ব্রিগেডে (Brigade) তৃণমূলের জনগর্জন সভা। তার আগে জেলায় জেলায় চলছে তার প্রস্তুতিসভা। শনিবার দুপুরে ঘাটাল সাংগঠনিক জেলার ডেবরা ব্লকের অর্জুনী এলাকায় তৃণমূলের তরফে জনগর্জনের প্রস্তুতিসভায় উপস্থিত হন রাজ্য তৃণমূল সভাপতি সুব্রত বক্সি ও মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো-সহ অন্যান্য নেতৃত্ববর্গ।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার বিরোধীদের বুকে কাঁপন ধরিয়েছে

সভার মঞ্চ থেকে সুব্রত বক্সি বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করব, কোনও ভেদাভেদ থাকলে তা উপেক্ষা করুন। দল বাঁচলে সবাই বাঁচবেন। লোকসভা ভোটে সবাই একজোট হয়ে লড়তে হবে।’ তাঁর কথায়, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কাউকে কিছু দেননি একথা যেমন ঠিক নয়, নবীন-প্রবীণের সমন্বয়েরও চেষ্টা করেন তিনি। তাই সমস্ত শাখা সংগঠনের মানুষদের একত্রিত করে আপনারা পায়ে পায়ে হেঁটে ব্রিগেডে পৌঁছে প্রমাণ করে দিন ভারতবর্ষে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের নানা প্রান্তের রাজনৈতিক ব্যক্তিত্বরা সবাই বুঝতে চাইছেন ব্রিগেডে জনগর্জনের ব্যাপারটা কী দাঁড়ায়। ১০ তারিখের জনগর্জন সভার মাধ্যমেই তাঁদের কাছে প্রমাণ করে দিতে হবে, আগামী দিনে ভারতকে নেতৃত্ব দেবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁর নেতৃত্বে আমাদের সবাইকে একজোট বাঁধতে হবে কেন্দ্রের চক্রান্তকারী বিজেপি সরকারের বিরুদ্ধে।

Latest article