মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার বিরোধীদের বুকে কাঁপন ধরিয়েছে

১০ মার্চ তৃণমূলের ব্রিগেড সমাবেশের প্রস্তুতি এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে সামনে রেখে শনিবার বর্ধমান শহরে মহিলা তৃণমূলের ডাকে বেরোল মহামিছিল।

Must read

সংবাদদাতা, বর্ধমান : ১০ মার্চ তৃণমূলের ব্রিগেড সমাবেশের প্রস্তুতি এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে সামনে রেখে শনিবার বর্ধমান শহরে মহিলা তৃণমূলের ডাকে বেরোল মহামিছিল। বর্ধমানের টাউন হল থেকে রাজবাড়ি পর্যন্ত এই মিছিলে পা মেলান বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস-সহ পুরসভার কাউন্সিলাররা।

আরও পড়ুন-জনগর্জনে দিল্লি কাঁপিয়ে দেওয়ার ডাক উঠল পুরুলিয়ার প্রস্তুতিসভায়

বর্ধমান ৪ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শেখ নুরুল আলম জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বাংলার মা, বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সুবিধা দিয়েছেন তার জন্য মহিলারা তাঁকে শুভেচ্ছা জানাতে এই মিছিল করেছেন। তিনি জানান, আগামী লোকসভা ভোটের মুখে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পই বিরোধীদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার জানান, বাংলার মহিলাদের নিয়ে বিজেপি নেতাদের কুৎসিত মন্তব্যে ফুঁসছেন বাংলা মা-বোনেরা। এর জবাব তাঁরা আগামী লোকসভা ভোটেই বিজেপির মুখের উপর দিয়ে দেবেন। তাই ওঁরা জোট বেঁধেছেন কেন্দ্র ও বিজেপির মিথ্যাচার, অন্যায় ও অবিচারের বিরোধিতায়।

Latest article