কেরলে (Kerala) আলাপুঝা-কান্নুর এক্সপ্রেসে এক ব্যক্তি সহযাত্রীদের গায়ে জ্বালানি তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় এক শিশু সহ তিনজনের মৃত্যু হয়েছে। হঠাৎ এমন ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন বেশ কিছু সহযাত্রী। কী কারণে এই ঘটনা ঘটানো হল সেটা স্পষ্ট নয়। সন্ত্রাসবাদী হামলার সম্ভাবনা মাথায় রাখছেন গোয়েন্দারা। আলাপুঝা-কান্নুর এক্সপ্রেসটি গতরাত ৯টা ৫০ মিনিট নাগাদ উত্তর কেরলের কোঝিকোড় স্টেশন ছেড়ে যায়। এর পরে ট্রেনের ডি ১ কোচে ঘটনাটি ঘটে। এলাথুর এবং কোয়িলন্দি রেলওয়ে স্টেশনের মধ্যে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন-ঝাড়খণ্ডের ছাতরায় পুলিশের গুলিতে নিহত ৫ মাওবাদী
এই ঘটনায় মৃত তিনজনের দেহ রেললাইনের ধার থেকে উদ্ধার করে পুলিশ। মনে করা হচ্ছে গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ফলে আতঙ্কে তারা ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিলেন। মৃত তিনজনের মধ্যে দুজন হল – তৌফিক এবং রেহানা। পুলিশ রেললাইনের পাশ থেকে একটি ব্যাগ উদ্ধার করে যার মধ্যে এক বোতল পেট্রোল ছিল এবং দু’টি মোবাইল ফোন ছিল।
আরও পড়ুন-মঙ্গলবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের চার জেলায়
একজন প্রত্যক্ষদর্শীর জানান, ট্রেনটি কোরাপুজা নদীর ধারে একটি সেতুতে থামে। তখনই ৩০ বছর বয়সি এক ব্যক্তি ট্রেন থেকে নীচে নামে। তার জন্য একটি বাইক অপেক্ষা করছিল। সেটা করে সে পালিয়ে যায়। পুলিশ রেললাইনের কাছে এক বাড়ির সিসিটিভি থেকে ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখেছে। জানা যাচ্ছে সেই ভিডিয়োতে আততায়ীকে দেখা যাচ্ছে। এই ভিডিয়ো দেখে পুলিশ অনুমান করছে, ঘটনাটি একটি সুপরিকল্পিত হামলা ছিল।