প্রতিবেদন : বিজেপি শাসিত কর্নাটকের স্কুলে দুর্নীতির বড়সড় অভিযোগ উঠল। দুর্নীতির (Corruption- Karnataka) অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি পাঠাল কর্নাটকের ১৩ হাজার স্কুল। পূর্ত বিভাগের ঠিকাদার সমিতির পর, এবার ১৩ হাজার প্রাইভেট স্কুল পরিচালকদের দুটি সমিতি কর্নাটকের বিজেপি সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ আনল। ওই দুটি সমিতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে, বাসবরাজ বোম্বাইয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিস্তারিত জানিয়েছে। সরকার স্বীকৃত প্রাইভেট স্কুল ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (রূপসা) রাজ্য সরকারের দুর্নীতির অভিযোগ সংক্রান্ত একটি অডিও ক্লিপও প্রকাশ করেছে।
দ্য অ্যাসোসিয়েটেড ম্যানেজমেন্টস অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল এবং দ্য রেজিস্টার্ড আনএইডেড প্রাইভেট স্কুল ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন সংস্থা নামে দু’টি সংগঠন কর্নাটকে শিক্ষায় ব্যাপক দুর্নীতির (Corruption- Karnataka) অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রীর দফতরে চিঠি দিয়েছে। ওই দুই সংগঠন এই দুর্নীতি রোধ করতে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে প্রধানমন্ত্রীকে।
চিঠিতে অভিযোগ করা হয়েছে, রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে স্বীকৃতির শংসাপত্র দেওয়ার জন্য রাজ্যের শিক্ষা দফতরের তরফে ঘুষ চাওয়া হচ্ছে। রাজ্যের শিক্ষামন্ত্রী বিসি নাগেশের কাছে এই বিষয়ে একাধিকবার অভিযোগ জানানো হয়েছে। কিন্তু তিনি এ বিষয়ে কিছুই করেননি। ঘটনার জেরে তাঁর পদত্যাগের দাবিও উঠেছিল। কিন্তু তাতেও শিক্ষামন্ত্রী ভাবলেশহীন।
আরও পড়ুন: বৃষ্টি ও বন্যায় পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ৯৬২
চিঠিতে আরও দাবি করা হয়েছে, শিক্ষা দফতরে বড়সড় দুর্নীতি চলছে। শিক্ষা দফতর কোনও কথাই শুনতে বা বুঝতে নারাজ। সমস্যা সমাধানের তো প্রশ্নই ওঠে না। সে কারণেই বাধ্য হয়ে তাঁরা প্রধানমন্ত্রীকে বিষয়টি জানাচ্ছেন। শিক্ষামন্ত্রী আক্ষরিক অর্থে বাজেট স্কুলগুলির অনেক ক্ষতি করেছেন। সংগঠন দুটির আরও অভিযোগ, সরকারের তরফে পাঠ্যবই দেওয়ার কথা বলা হলেও শিক্ষাবর্ষ শুরু হয়ে যাওয়ার কয়েকমাস পরেও তা স্কুলে পৌঁছয়নি। রূপসার সভাপতি লোকেশ তালিকাত্তে বলেছেন, বিভাগীয় দুর্নীতি দমন করার পরিবর্তে মন্ত্রী বিসি নাগেশ লোভী হয়ে উঠেছেন। তাঁর লোভের কারণে বেশ কয়েকটি বেসরকারি স্কুল বন্ধ হওয়ার পথে। সরকারি অনুদানহীন প্রাইভেট স্কুলগুলির অ্যাসোসিয়েশনের অভিযোগ এমন সময় সামনে এল, যখন রাজ্য রাজনীতি কর্নাটক স্টেট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের অভিযোগ নিয়ে উত্তাল। কেএসসিএ সম্প্রতি অভিযোগ এনেছে, রাজ্য সরকারের পূর্ত বিভাগের কাজে মন্ত্রী থেকে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের ৪০ শতাংশ পর্যন্ত কাটমানি দিতে হয়।