বসিরহাটে শুরু মুখ্যমন্ত্রীর প্রকল্প চোখের আলো

Must read

সংবাদদাতা, বসিরহাট : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ‘চোখের আলো’র (Chokher Alo) কাজ শুরু হল বসিরহাটে। বসিরহাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৃহস্পতিবার এই প্রকল্পের (Chokher Alo) উদ্বোধন করেন এনআরএস মেডিক্যাল কলেজের বিশিষ্ট চিকিৎসক ডাঃ অর্কেন্দু চট্টোপাধ্যায়। শুরুর দিনেই প্রায় ৩০ জন চক্ষুরোগীর নিখরচায় করা হল ছানি অপারেশন। বসিরহাট জেলা হাসপাতালে করা হয় এই অপারেশন। চোখের আলো প্রকল্পের মাধ্যমে সরকারের উদ্যোগে চক্ষুপরীক্ষার পর বাড়ি থেকে হাসপাতালে নিয়ে গিয়ে ছানি অপারেশন করানো হবে। তারপর সকলকে আবার তাঁদের বাড়ি ফিরিয়ে দেওয়া হবে বলে জানান ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সম্পূর্ণ প্রক্রিয়াটিই হবে সরকারি উদ্যোগে। শুক্রবারও ১৮ জনের ছানি অপারেশন করা হয়েছে। প্রতিদিনই চলবে এই অপারেশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের আনুকূল্যে সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পেয়ে খুশি বসিরহাটের প্রান্তিক মানুষ বলে জানান চিকিৎসক বিধায়ক।

আরও পড়ুন:রাজ্য শিল্পবান্ধব: আগ্রহী শিল্পপতিরা, আসানসোল-দুর্গাপুরে নতুন করে শিল্পস্থাপনের উদ্যোগ 

Latest article