প্রতিবেদন : ডবল ইঞ্জিন সরকারের বেলুন ফের চুপসে গেল। সদ্যোজাত থেকে ৪ বছর বয়সি শিশুমৃত্যুর হারে দেশের মধ্যে প্রথম আর দ্বিতীয় স্থান দখল করেছে বিজেপিশাসিত দুই রাজ্য। প্রথম মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। দ্বিতীয় উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। বুলডোজার মামার রাজ্য মধ্যপ্রদেশে প্রতি পাঁচটি মৃত্যুর একটি হল ৪ বছরের কম বয়সি শিশু। বুলডোজার বাবার উত্তরপ্রদেশে এই সংখ্যা প্রতি ছ’টি মৃত্যুতে এক শিশু। তৃতীয় স্থানে আছে রাজস্থান (Rajasthan)। চতুর্থ নীতীশ কুমারের (Nitish Kumar) বিহার (Bihar)। পঞ্চম বিজেপিশাসিত অসম। দেশের গড় প্রতি ৯টি মৃত্যুতে এক শিশু। ২০১৯ সাল পর্যন্ত যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, তাতে সার্বিক ভাবে শিশুস্বাস্থ্যের নিরিখেও খুবই করুণ দশা মধ্যপ্রদেশ (Madhya Pradesh) এবং উত্তরপ্রদেশের (Uttar Pradesh)। তথ্য বলছে, এই দুই রাজ্যে ৮০ বছরের বেশি বয়সি মানুষের থেকে ৪ বছরের কম বয়সি বাচ্চার মারা যাওয়ার হার বেশি। ভয়ঙ্কর এই পরিস্থিতির কথা জানা গিয়েছে কেন্দ্রের ছাপানো রিপোর্টেই। স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম বা এসআরএস স্ট্যাটিসটিক্যাল রিপোর্ট ২০১৯ মোতাবেক বিজেপিশাসিত রাজ্যগুলির তুলনায় অনেক ভাল অবস্থানে রয়েছে বাংলা। ২০১১ সালের তুলনায় ২০১৯ সালে শিশুমৃত্যুর হার কমেছে ৩.৩ শতাংশ।
আরও পড়ুন-প্রবল হতাশা থেকেই বিজেপির মিথ্যাচার