বাসন্তী পুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রী, অভিষেকের

Must read

বাসন্তী পুজোর (Basanti Puja) আজ সপ্তমী। শরৎকালে দুর্গা পুজো শারদীয়া দুর্গা পুজা, আর বসন্ত কালে দেবীর আরাধনা বাসন্তী পুজো হিসেবেই প্রসিদ্ধ। বসন্তী পুজোর শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাসন্তী পুজোর (Basanti Puja) শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পুরাণ অনুযায়ী, চন্দ্র বংশীয় রাজা সুরথ বসন্তকালে দেবী দুর্গার পুজোর প্রচলন করেন। অন্যদিকে, রামায়ণ অনুসারে সীতাকে উদ্ধারের জন্য লঙ্কা জয় করতে যাওয়ার আগে শরত্‍কালে দেবী দুর্গার আরাধনা করেছিলেন শ্রীরামচন্দ্র। তখন সূর্যের দক্ষিণায়ন চলায় দেব-দেবীরা নিদ্রায় থাকেন। অকালে দেবীর আরাধনা করার জন্য শারদীয়া দুর্গা পুজো অকাল বোধন হিসেবে পরিচিত।

আরও পড়ুন-শিশুমৃত্যুতে ১ নম্বর মধ্যপ্রদেশ

Latest article